ডেস্ক রিপোর্ট: অমর একুশে বই মেলায় পাওয়া যাচ্ছে তরুণ কবি বাহাউদ্দীন বাহারের কবিতাগ্রন্থ ‘স্বেচ্ছামৃত্যু’। ঘোড়াউত্রা কর্তৃক প্রকাশিত এই কবিতাগ্রন্থটি পাওয়া যাচ্ছে মেলার লিটলম্যাগ চত্বরের দেশলাই স্টলে (স্টল নম্বর ২৯)। গ্রন্থটির প্রচ্ছদ করেছে রাফি আহমেদ চঞ্চল। বাহাউদ্দীন বাহার ১৯৮৫ সালে সাতক্ষীরার আশাশুনি উপজেলার গোদাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বেড়ে ওঠা নানাবাড়িতে। সেখানেই পড়ার আগ্রহ, কবিতা লেখার হাতেখড়ি। পেশায় উন্নয়ন কর্মী বাহার রাজশাহী বিশ^বিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতকোত্তর করেছেন। তিনি ভালোবাসেন লেখালেখি, বই পড়া, গান শোনা ও রান্না করতে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।