আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ইসলামী ছাত্র শিবিরের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় আশাশুনি আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে পশ্চিম থানা শাখা(সাংগঠনিক) দিনব্যাপী এ কর্মীশিক্ষা শিবিরের আয়োজন করে। পশ্চিম থানা শাখার সভাপতি মোঃ ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাতক্ষীরা জেলা সেক্রেটারী মোঃ জোবায়ের হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা অর্থ সম্পাদক মোঃ নাহিদ হাসান। প্রধান আলোচক ছিলেন আশাশুনি উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার। বিশেষ আলোচক ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা নুরুল আফসার মোর্তাজা,সেক্রেটারী মাওলানা আনওয়ারুল হক,সহ সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামান, অফিস সেক্রেটারী মাওলানা রুহুল কুদ্দুস,সাবেক থানা সভাপতি মোঃ বেলাল হোসেন। এসময় ছাত্র শিবিরের কলেজ সম্পাদক মোঃ ওমর ফারুক সহ উপজেলা ও ইউনিয়ন ছাত্র শিবির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।