এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি: সাতক্ষীরার আশাশুনি সদরে বিদ্যুৎ স্পৃষ্টে শাহিনুর নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার(২০ এপ্রিল) দুপুরে সদর ইউনিয়নের সোদকনা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রাপ্ত তথ্যে জানা গেছে,সোদকনা গ্রামের জামাল উদ্দীন সরদারের ছেলে শাহিনুর (৩১) মঙ্গলবার বেলা ১১ টার দিকে বাড়ির পাশে সোদকনা বিলে মৎস্য ঘেরের মটরে বিদ্যুতের তার লাগাচ্ছিল। এসময় কেউ তার সাথে ছিলনা। সবার অজান্তে বিদ্যুতায়িত হলে তিনি ইন্তেকাল করেন।(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলায়হি রাজেউন)। দুপুর আড়াইটার দিকে তাকে খোজ করার এক পর্যায়ে ঘেরের বাসার কাছে পুকুরে তার মৃতদেহ দেখতে পায়। মৃতকালে তিনি মা-বাবা,স্ত্রী,এক ছেলে,দুই ভাই,চার বোন রেখে যান। থানার এসআই ফিরোজ হোসেন ঘটনাস্থান পরিদর্শন করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।