আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে তদারকিমূলক অভিযান চালিয়ে দুটি ফার্মেসীকে ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা এ অভিযান পরিচালনা করে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মেহদী হাসান তানভীরের নেতৃত্বে বুধহাটা বাজারে ইনসাফ মেডিসিন কর্নার ও মেসার্স জনসেবা ফার্মেসীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ৩৭ ধারায় মেসার্স জনসেবা ফার্মেসীকে ৪ হাজার ৫’শ টাকা ও ইনসাফ মেডিসিন কর্নারকে একই ধারায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।