আশাশুনি প্রতিনিধি: আশাশুনি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১০ পিচ ইয়াবা ও ১০০গ্রাম গাজাসহ ৩ আমামীকে গ্রেফতার করেছে। আসামীদের শুক্রবার(২১ মার্চ) আদালতে চালান দেওয়া হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ নোমান হোসেন এর নেতৃত্বে পুলিশ পদির্শক(তদন্ত) মোঃ আব্দুল ওয়াদুদ,এএসআই মোঃ হান্নান মিয়া,এএসআই মোঃ আঃ সালাম অভিযান চালিয়ে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ বড়দল গ্রামের মৃত মোকাম বিশ্বাসের ছেলে আছাদুল বিশ্বাসকে গোয়ালডাঙ্গা এলাকা হতে গ্রেফতার করেন। এসংক্রান্ত মাদক আইনে ১৫(৩)২৫ নং মামলা রুজু করা হয়েছে। অপর অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ আরার গ্রামের নাজিমুদ্দীন মালীর ছেলে শিমুল হাসানকে আরার এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে মাদক আইনে ১৬(৩)২৫ নং মামলা রুজু করা হয়েছে। এছাড়া আশাশুনি থানা মামলা নং-২০(৭)২৪ এর আসামী তুয়ারডাঙ্গা গ্রামের মৃত জয়নুদ্দিন সরদারের ছেলে আব্দুস সাত্তার সরদারকে থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।