সাতক্ষীরা দুপুর ১:৪৪ বুধবার , ২৩ এপ্রিল ২০২৫
  • ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ২৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলাম
    7. কলারোয়া
    8. কালিগঞ্জ
    9. কৃষি
    10. খুলনা
    11. খেলার খবর
    12. জাতীয়
    13. জেলার খবর
    14. জ্বালানি
    15. তালা

    উত্তরণের লাইভলীহুড সাপোর্ট এবং শর্তহীন অর্থ প্রদান

    mir khairul alam
    এপ্রিল ২৩, ২০২৫ ৯:২৮ অপরাহ্ণ
    Link Copied!

    তালা প্রতিনিধি: বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্তদের লাইভলীহুড সাপোর্ট এবং শর্তহীন অর্থ প্রদান করেছে বেসরকারী সংস্থা উত্তরণ। গত ২৩ ফেব্রুয়ারী হতে ২২ এপ্রিল ২০২৫ সময়ের মধ্যে দাতা সংস্থা ইকো’র অর্থায়নেসেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশন্যালের সহযোগিতায় উত্তরণ কর্তৃক বাস্তবায়িত নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার এশলাশপুর ইউনিয়নে, সেনবাগ উপজেলার, মোহাম্মদপুর ও নবীপুর ইউনিয়নে, লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ, দিঘলী, মান্দারী ইউনিয়নে, কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ও চরকাদিরা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ উপকারভোগীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানের পর লাইভলীহুড সাপোর্ট, শর্তহীন টাকা প্রদান এবং হাইজিন প্রোমোশন সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালিত হয়েছে। প্রকল্পের মাধ্যমে উল্লেখিত ইউনিয়নে ২৮০০ পরিবারের মাঝে বিকাশের মাধ্যমে প্রতিটি পরিবারে শর্তহীন ৬ হাজার টাকা, ৩৫০ পরিবারের মাঝে প্রতিটি পরিবারে শর্তহীন নগদ অর্থ ৬ হাজার টাকা প্রদান করা হয়েছে।
    এছাড়া উপকারভোগীদের দক্ষতা উন্নয়নের জন্য স্ব স্ব উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণের সার্বিক সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কর্তৃক ১৬০০ পরিবারকে দিনব্যাপী লাইভলীহুড প্রশিক্ষণ (গবাদিপশু/হাঁস-মুরগি পালন,দর্জি/কাপড় ব্যবসা/কুটিরশিল্প এবং ক্ষুদ্র ব্যবসা) প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষিত ১৬০০ পরিবারকে বিকাশের মাধ্যমে প্রতিটি পরিবারকে প্রথমবার ৯ হাজার টাকা এবং দ্বিতীয় বার ৯ হাজার টাকা সহ ১৬০০ পরিবারের প্রতিটি পরিবারকে ১৮ হাজার টাকা প্রদান করা হয়েছে।
    উল্লেখিত কার্যক্রম বাস্তবায়নে নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ এবং লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার এর সার্বিক সহযোগিতায় প্রকল্প অবহিতকরণ সভা এবং নগদ অর্থবিতরণ অনুষ্ঠান করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কার্যক্রমকে গতিশীল করতে সহায়তা করেছেন নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দীন, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুর রহমান, লক্ষ্মীপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা, কমলনগর উপজেলা নির্বাহী অফিসার সুচিত্রা রঞ্জন দাস ও মো. রাহাত উজ জামান।
    সেভ দ্য চিলড্রেন এর রিক্তা রানী দাস, ম্যানেজার ফ্লাশফ্লাডরিকভারী ও তার টিমের কারিগরি সহযোগিতায় উত্তরণের প্রকল্প সমন্বয়কারী হাসিনা পারভীনের সমন্বয়ে উত্তরণের প্রকল্প স্টাফের মাধ্যমে স্ব স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, মেম্বর, মহিলা মেম্বর, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং কমিউনিটির সার্বিক সহযোগিতায় কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। সকলেই উল্লেখিত কার্যক্রমের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্থ হতদরিদ্র পরিবারকে সহযোগিতা প্রদানের জন্য দাতা সংস্থা ইকো, সহযোগি সংস্থা সেভ দ্য চিলড্রেন ও বাস্তবায়নকারী সংস্থা উত্তরণকে আন্তরিক ধন্যবাদ জানান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।