সাতক্ষীরা প্রতিনিধি: এবার সাতক্ষীরা শহরে মশাল মিছিল কেরেছে যুবলীগ। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে শহরের বড়চরা বাইপাস সড়কে মিছিলটি বের হয়। সাতক্ষীরা সদরের বকচরা মোড়ের বাইপাস সড়কে অনুষ্ঠিত মিছিলে নেতৃত্ব দেন জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান।
সাতক্ষীরা জেলা যুবলীগের মিছিলে অংশগ্রহণ করেন – জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক তানভীর হুসাইন সুজন, পৌর যুবলীগের ইউসুফ সুলতান মিলন, আশাশুনি উপজেলা শ্রমিকলীগ নেতা ঢালী সামসুল আলম প্রমুখ।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম বলেন, এসব ঘটনার বিষয়ে পুলিশ তৎপর রয়েছে। কোন জায়গায় মিছিল হয়েছে এটা নিশ্চিত হতে পারিনি। তবে আমরা শুনেছি যে সাতক্ষীরা জেলা যুবলীগের ব্যানারে একটা মিছিল হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।