লেখক:মোঃ আফজাল হোসেন
দিনরাত পরিশ্রম করেও
পায় না তারা অধিকার।
তারা যে এদেশের শ্রমিক
বঞ্চিত প্রাপ্য অধিকার।
তাদের শ্রমের অর্থ দিয়ে
করছি বিলাসী বাড়ি গাড়ি।
ন্যায্য মজুরি না দিয়ে
করছি বিভিন্ন দেশে পাড়ি।
ন্যায্য মজুরির জন্য তাদের।
গড়ে তুলতে হয় আন্দোলন
শ্রমিকের নাম ভাঙ্গিয়ে হয়
নিত্যনতুন ইউনিয়ন।
ঈদ পার্বণ ছুটির দিনে।
পরিবার সবাই থাকে চেয়ে
কখন ফিরবে ঘরে তারা।
বাজার সদাই নতুন কাপুর নিয়ে।
দিনশেষে হয় না বোনাস
হয়না ছুটি ঠিকমতো
হৃদয় পোড়া গন্ধ তাদের
অন্তরে থাকে হাজারো ক্ষত।
আজও তারা অবহেলিত
পাইনি সঠিক সম্মান
এই শ্রমিক দিবসে সবায়
হাজারো সালাম তাদের জানাই
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।