সাতক্ষীরা প্রতিনিধি: শুক্রবার ২৪/০১/২০২৫ তারিখ কালিগঞ্জে কৃষ্ণনগর ইউনিয়নে সকাল শেষ হলো ফ্রি মেডিসিন সেবা। গ্রামের সাধারণ মানুষের ফ্রী স্বাস্থ্য সেবা সহযোগিতা দিচ্ছে ডাক্তার লাইফ। বাস্তবায়নে
সেলিম শাহরিয়ার নির্বাহী পরিচালক, অর্ণব হিট ফাউন্ডেশন ও কৃষ্ণনগর ডাক্তার লাইভ এজেন্ট টিম। ফ্রি মেডিকেল ক্যাম্পে ঢাকার প্রতিষ্ঠিত হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারগণ অনলাইনের স্বাস্থ্য দিয়েছেন। কৃষ্ণনগর ইউনিয়নের তিনটি স্থান জননী মেডিকেল হল কৃষ্ণনগর বাজার, তাসকিয়া ফার্মেসী দক্ষিণ রঘুনাথপুর, জননী ফার্মেসী কালিকাপুর কেন্দ্র, মোট ২৫০ শতাধিক রুগির স্বাস্থ্য সেবা প্রদান করেছেন এবং ব্যবস্থাপত্র দিয়েছেন।
গত ১১/০১/২৫ তারিখে চাম্পাফুল ইউনিয়নে ফ্রী মেডিকেল ক্যাপ হয়। সেখানে ১৫০ জন রোগী ব্যাবস্থাপত্র গ্রহণ করে।
কালিগঞ্জ উপজেলা পাইলট প্রকল্পের অধীনে টেলিমেডিসিন সেবার কার্যক্রম চলছে। এটি সামগ্র সাতক্ষীরায় প্রতিটি ইউনিয়নের ফ্রী মেডিকেল ব্যবস্থা করা হবে।