নুরুল ইসলাম (খাজরা) আশাশুনি :
আশাশুনির খাজরা ইউনিয়নের পিরোজপুর গ্রামে মেয়ের বাড়িতে আশ্রিত মরণব্যাধি ক্যানসার রোগে আক্রান্ত মোছাঃ রহিমা বিবি(৪৬) বাঁচতে চায়। ক্যানসার আক্রান্ত রহিমা বিবি চিকিৎসার খরচ যোগাতে সমাজের দানশীল বিত্তবান বা সরকারি সহযোগিতা চেয়েছেন। মোছাঃ রহিমা বিবি জিবহার গোড়ায় ক্যানসারে আক্রান্ত হয়েছেন।
বুধবার(মে) সকালে পিরোজপুর গ্রামে মেয়ে রুমা পারভীনের বাড়িতে গিয়ে দেখা যায় রহিমা বিবি ক্যানসার আক্রান্ত স্থানে ব্যথা নিয়ে কাতরাচ্ছে। বেঁচে থাকার আকুতি জানিয়েছেন বিভিন্ন গনমাধ্যমের সহযোগিতায়।
তার মেয়ে রুমা পারভীন জানান,আমার পিতা আমার মাতাকে দেখাশুনা করে না। যে কারনে সে আমার বাড়িতে আশ্রয় থাকে । আমার স্বামীর সামান্য আয় দিয়ে সংসার চলে। গত ১৬ এপ্রিল খুলনাস্থ্য ল্যাব এইড লিঃ ডায়গোনেষ্টিক সেন্টারে গলায় ব্যথা অনুভুত হওয়ায় পরীক্ষা করিতে নিয়ে যাই। পরীক্ষা করে জিবহার গোড়ায় ক্যানসার আক্রান্ত হয়েছে এমন রিপোর্ট পেয়ে আমরা দিশেহারা হয়ে পড়েছি। ডাক্তাররা বলেছে উন্নত চিকিৎসা করাতে ঢাকায় নিয়ে যাওয়া লাগবে। চিকিৎসার খরচ ৪ লক্ষ টাকা মত। স্থানীয় বাজার ও মানুষের কাছে চেয়ে কিছু টাকা জোগাড় হয়েছে। বাকী টাকার জন্য সমাজের বিত্তবান দানশীল ও সরকারিভাবে সহযোগিতা প্রয়োজন। রুমা পারভীনের নিজস্ব বিকাশ/নগদ ০১৭৭৭-১৫৮০৪৪।
তার মেয়ের আশা সকলেই তার মায়ের চিকিৎসার সহযোগিতা করলে তিনি আবারও সুস্থ্য হয়ে উঠবেন।