তালা প্রতিনিধি: প্রযুক্তিতে অভিগম্যতা বৃদ্ধির মাধ্যমে বিপদাপন্ন জনগোষ্ঠীর জীবিকা উন্নয়ন-২ প্রকল্পের অধিনে, সাতক্ষীরার তালায় চেইঞ্জ এজেন্ট/গ্রুপ সদস্যদের কারিগরি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের সাথে অ্যাডভোকেসি করার কৌশল সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা দলিত’র আয়োজনে, দাতা সংস্থা ক্রিশ্চিয়ান এইড’র সহযোগীতায় মঙ্গলবার (৬ই মে) তালার সাস এগ্রোটেকনোলজিক্যাল পার্ক সভা কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
দলিত’র ম্যানেজার (অডিট এন্ড মনিটরিং) উত্তম কুমার দাস’র সভাপতিত্বে, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট মশিয়ার রহমান। দলিত’র সোস্যাল মোবিলাইজার সুশান্ত দাস’র সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক জুলফিকার রায়হান, কম্পিউটার প্রশিক্ষক পবিত্র দাস ও প্রকল্প ব্যবস্থাপক সুমি খাতুন। সভায় উপকারভোগীদের মধ্যে উপস্থিত ছিলেন কাকুলী দাশ, রাধা দাস, পূর্নিমা দাস ও লক্ষী দাস প্রমুখ।