তালা প্রতিনিধি: সরকারি নিয়ম-নীতি অমান্য করে তালার বারাত-মনোহরপুর গ্রামে সরকারী পিচের রাস্তার জমি দখল করে ৪তলা ভবন নির্মান করা হচ্ছে। একইসাথে পাশের জমির সীমানার উপর দিয়ে জোরপূর্বক ওই ভবন নির্মান করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অবৈধভাবে এই ভবন নির্মানের ফলে একদিনে রাস্তার দিয়ে যাতায়াতকারী যানবাবাহন ও পথচারীরা যেমন ভোগান্তীর শিকার হবে তেমনি পাশর্^বর্তী জমি মালিক তাঁর বাড়ি করার সময় ব্যপক ক্ষতিগ্রস্থ হবে। একারনে পাশের জমি মালিকরা সহ গ্রামের লোকজন অবৈধভাবে বাড়ি নির্মান বন্ধ করার দাবী জানালে তাদের দফায় দফায় হুমকি ও হয়রানী করা হচ্ছে বলে অভিযোগে বলা হয়েছে।
উপজেলার বারাত গ্রামের মো. আব্দুল মালেক’র ছেলে মো. নাজমুল হোসেন বলেন, পাশর্^বর্তী মনোহরপুর গ্রামের মো. আবুল হোসেন’র মেয়ে ফরিদা পারভীন’র জমি এবং তাঁর জমি পাশাপাশি সীমানায়। ফরিদা পারভীন সম্প্রতি তার জমির উপর ৪তলা ফাউন্ডেশনের বাড়ি নির্মান কাজ শুরু করে। ওই জমির পূর্ব ও পশ্চিম পার্শ্বে সরকারী রাস্তা ও উত্তর পার্শ্বে আমার নিজস্ব জমি। সরকারী রাস্তা বা আমার জমি হতে কোনও দূরত্ব না রেখে সরকারি রাস্তা ও আমার নিজ জমির সীমানার উপর দিয়ে ফরিদা পারভীন ভবন নির্মান শুরু করে। ওই ভবন নির্মানকালে বিষয়টি “ইমারত নির্মাণ আইন বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, ফেব্রুয়ারী ১৩, ১৯৮৫ এর ২(ক) দফার” পরিপন্থী হওয়ায় আমি সহ গ্রামের লোকজন ভবন নির্মানে বাঁধা দিয়ে জনস্বার্থে জমির চারপাশে আইন অনুযায়ী ফাঁকা জমি রেখে ভবন নির্মানের কথা বলি। এতে ক্ষিপ্ত হয়ে ফরিদা পারভীন নানান হুমকি প্রদান করে এবং বাঁধা প্রদানকারীদের হয়রানী করা শুরু করে।
ওই জমিতে ফরিদা পারভীন আইন অমান্য করে ভবন নির্মান সম্পন্ন করলে জনগন ব্যপক ক্ষতিগ্রস্থ হবে বিধায় এলাকাবাসীর পক্ষে থেকে তালা উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রতিকার চেয়ে আবেদন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার বিষয়টির ব্যব্স্থা গ্রহনের জন্য পাটকেলঘাটা থানা পুলিশকে নির্দেশনা প্রদান করলেও ফরিদা বেগম কোনও কিছুতে কর্নপাত না করে অবৈধভাবে ভবন নির্মান কাজ চালিয়ে যাচ্ছে। এতেকরে জনমনে ক্ষোভ তৈরি হচ্ছে এবং সেখানে আইনশৃঙ্খলার পরিপন্থী ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছে এলাকার সচেতন মহল। এবিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য এলাকাবাসী উর্দ্ধতন প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন।