বি. এম. জুলফিকার রায়হান, তালা: তালা বেসরকারি সংস্থা উত্তরণের স্থানীয়ভাবে পরিচালিত ক্রিয়াকলাপ টেকসই জল ও ভূমি ব্যবস্থ্পনা (ল্যান্ডওয়াটার) বিষয়ক প্রকল্পের উপজেলা পর্যায়ের ল্যান্ডস্কেপ ব্যবস্থাপনার পরিকল্পনা ও শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সকালে তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল।
উত্তরণের টেকনিক্যাল অফিসার মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, প্রাণিসম্পদ অফিসার ডা. মাছুম বিল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, যুব উন্নয়ন অফিসার আশুতোষ কুমার বিশ^াস, সমবায় অফিসার মো. রফিকুল ইসলাম, সমাজসেবা অফিসের মো. কবিরুজ্জামান, মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দীন জোয়ার্দ্দার, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, বিএম জুলফিকার রায়হান ও সেলিম হায়দার প্রমুখ।
মাল্টিমিডিয়ার মাধ্যমে সভার মূল প্রবন্ধ উপস্থাপন করেন উত্তরণের ফাওজুল কবীর। উক্ত সভায় বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, উপকারভোগিসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।