তালা প্রতিনিধি:
তালায় দলিত’র প্রযুক্তিতে অভিগম্যতা বৃদ্ধির মাধ্যমে অনগ্রসর জনগোষ্ঠীর জীবিকা উন্নয়ন-২ প্রকল্পের প্রকল্প সমাপনী, প্রকল্প থেকে অর্জন ও অভিজ্ঞতা বিনিময় সভা সোমবার (২৩ জুন) সকালে উপজেলা প্রাণী সম্পদ অফিসের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি সংস্থা দলিত’র আয়োজনে, দাতা সংস্থা ক্রিশ্চিয়ান এইড’র সহযোগীতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, দলিত’র অডিট এন্ড মনিটরিং ম্যানেজার উত্তম কুমার দাস। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা মো. রেজাউল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা মনোজ কুমার রায়, যুব উন্নয়ন অফিসার আশুতোষ কুমার বিশ্বাস ও মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা সুনন্দা ভদ্র। দলিত’র সোস্যাল মোবিলাইজার সুশান্ত দাস’র সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে দলিত’র ফাইনান্স কাম এডমিন কৃষ্ণপদ দাস, সাংবাদিক বি. এম. জুলফিকার রায়হান, প্রকল্প ব্যবস্থাপক সুমি খাতুন, আইটি অফিসার পবিত্র দাশ, হাব অপারেটর দেবব্রত দাস, উপকারভোগী স্বপ্না বিশ্বাস, অর্চনা দাস, সবিতা দাস ও প্রীতিলতা সহ সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায়- ৬ মাসের এই প্রকল্পের অর্জন সমূহ এবং অর্জিত অভিজ্ঞতা বিষয়ে আলোচনা হয়।