তালা প্রতিনিধি: তালার ইসলামকাটি ইউনিয়ন মাল্টি অ্যাক্টর প্লাট ফর্ম (ম্যাপ) উদ্যোগে জলাবায়ু ও দূর্যোগ ঝুঁকির অর্থ ও বীমা সম্পর্কিত দক্ষতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অ্যাওসেড এর বাস্তবায়নে ও কেয়ার বাংলাদেশ এর সহযোগিতায় সিডিআরএফআই প্রকল্পের অধীনে বুধবার (১৬ জুলাই) সকালে ইসলামকাটি ইউনিয়ন পরিষদ হলরুমে সভা অনুষ্ঠিত হয়।
ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন ম্যাপ’র আহবায়ক অধ্যাপক গোলাম ফারুক’র সভাপতিত্বে সভায় জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা ও করনীয় বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন অ্যাওসেড’র ফিল্ড অফিসার চায়না দাশ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য, রাখেন ইউনিয়ন পরিষদ সদস্য মো. এজাহার আলী, রফিকুল ইসলাম, আল আমীন, আব্দুল হাকিম, খসরুল ইসলাম, ফেরদৌস, বিলকিস খাতুন, জয়ন্তী রানী, ফারহানা সুলতানা, উপসহকারী কৃষি অফিসার আব্দুল মোমিন, তালা উপজেলা ম্যাপের সেক্রেটারী জুলফিকার রায়হান, ইউনিয়ন ম্যাপ সদস্য সোহাগ ও আহসান প্রমুখ।
এসময় জলবায়ু পরিবর্তনজনিত দক্ষিন-পশ্চিমাঞ্চলের দুর্যোগ,জলাবদ্ধতা, ইউনিন পর্যায়ে জলবায়ু তহবিলের বরাদ্দ প্রদানসহ গুরুত্বপূর্ণ একাধিক বিষয়ে আলোচনা হয়।
