তালা প্রতিনিধি:
তালার উপজেলারে ১১নং জালালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে চেয়ারম্যান প্রার্থী মো. আবুল কালাম আনুষ্ঠানিক প্রচারনা শুরু করেছেন। তিনি তালা উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ’র নিজ গ্রাম- নেহালপুর গ্রামবাসীর উদ্যোগে এউপলক্ষে এক মতবিনিময় সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
রোববার (২৯ জুন) বিকালে নেহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, জালালপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডা. আলতাফ হোসেন।
সাবেক ইউপি সদস্য ও সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ আলতাফ হোসেন’র পরিচালনায় এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, ১১নং জালালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মো. আবুল কালাম। এসময় গ্রামবাসীর পক্ষ থেকে তাঁকে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল কাইয়ুম খান, সাবেক সেনা সদস্য আকবর হোসেন, গাজী মীরজান আলী ও সাবেক ছাত্র নেতা শেখ ইদ্রিস আলী প্রমুখ। এসময় দল, মত নির্বিশেষে গ্রামের নারী-পুরুষরা উপস্থিত থেকে আগামী নির্বাচনে মো. আবুল কালামকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন। সভা শেষে নেহালপুর জামে মসজিদের ইমাম খান গোলাম মোরশেদ সফলতা কামনায় বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন।
উল্লেখ্য, আবুল কালাম আজাদ সাবেক ছাত্র নেতা এবং বর্তমানে তালা উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। একজন কর্মী বান্ধব ও নিরিহ নেতা হিসেবে তার সুখ্যাতি রয়েছে। ৫ আগষ্ট পরবর্তীতে এলাকার শান্তি-শৃঙ্খলা নিশ্চিত রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করায় এলাকার মানুষের কাছে আবুল কালামের গ্রহনযোগ্য তৈরি হয়েছে।