সাতক্ষীরা সকাল ১০:০৮ রবিবার , ১০ নভেম্বর ২০২৪
  • ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ ১৮ই জিলহজ, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলাম
    7. কলারোয়া
    8. কালিগঞ্জ
    9. কৃষি
    10. খুলনা
    11. খেলার খবর
    12. জাতীয়
    13. জেলার খবর
    14. জ্বালানি
    15. তালা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    কমিউনিটি মিডিয়ার মাধ্যমে নাগরিক জাতিগত সংখ্যালঘুদের কণ্ঠস্বর প্রচার বিষয়ক সংলাপ

    mir khairul alam
    নভেম্বর ১০, ২০২৪ ১০:১৪ অপরাহ্ণ
    Link Copied!

    আজ ১০ নভেম্বর ২০২৪, রবিবার সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা সদরের উপজেলা প্রেসক্লাবের হলরুমে কমিউনিটি মিডিয়ার মাধ্যমে নাগরিক জাতিগত সংখ্যালঘুদের কণ্ঠস্বর প্রচার শীর্ষক প্রকল্পের আওতায় একটি সংলাপ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, প্রধান ০৭ সমস্যা। তাদের মধ্য থেকে স্থানীয় অনগ্রসর মুন্ডা আদিবাসীদের বেছে নেওয়া হয়েছিল। অনুষ্ঠানের থিম ছিল স্যানিটেশন এবং স্বাস্থ্য নিশ্চিত করা। মুন্ডা আদিবাসীদের যত্ন নিন। সংলাপ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর বিকাশ সরকার। শ্যামনগর উপজেলা প্যানেল মেয়র এসকে সিরাজ। গোপাল চন্দ্র মুন্ডা, শ্যামনগর মুন্ডা আদিবাসী সংগঠনের প্রতিনিধি ও উপজাতি প্রধান মো. রেডিও নলতার কারিগরি কর্মকর্তা সাব্বির হোসেন, হিসাবরক্ষক কাম মার্কেটিং অফিসার আকতারুজ্জামান মিলন; উপস্থাপক আবদুস সালাম। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেডিও নলতার সহকারী স্টেশন ম্যানেজার মোঃ মামুন হোসেন। অনুষ্ঠানে মুন্ডা আদিবাসীদের জীবন ও জীবিকার পরিবর্তন, কর্মসংস্থান সৃষ্টি, সমস্যা ও সম্ভাবনা, গর্ভবতী মায়েদের জন্য শিশু পুষ্টি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, স্যানিটারি ল্যাট্রিন নির্মাণসহ অনগ্রসর মুন্ডা আদিবাসী ও যুব নেতাদের ভূমিকা, জনসচেতনতা জোরদার করা। স্থানীয় জনপ্রতিনিধি, প্রধানদের ভূমিকা উঠে এসেছে। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা দাতা সংস্থা ও রেডিও নলতাকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের সংলাপ অনুষ্ঠান আয়োজনের পরামর্শ দেন এবং সবার সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।