নিজস্ব প্রতিনিধি:
“বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ” প্রকল্পের আওতায় খুলনার দাকোপ উপজেলায় অনুষ্ঠিত হলো এক বিশেষ কৃষক প্রশিক্ষণ কর্মশালা।
সোমবার (৩০ জুন) দিনব্যাপী উপজেলা কৃষি অফিস, দাকোপ-এর উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)-এর মহাপরিচালক এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কৃষি বিজ্ঞানী ড. মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রকল্পের পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার এবং উপ-প্রকল্প পরিচালক ড. মো. আশিকুর রহমান।
দাকোপ উপজেলার উপজেলা কৃষি অফিসার মো. শফিকুল ইসলাম এসময় বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিনা উপকেন্দ্র, সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. শিল্পী দাস। সেশন পরিচালনা করেন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মশিউর রহমান এবং সঞ্চালনায় ছিলেন মিলন কবীর, বৈজ্ঞানিক কর্মকর্তা, বিনা উপকেন্দ্র, সাতক্ষীরা।
বক্তারা বলেন, খুলনার দাকোপ উপজেলা একটি জলবায়ুপ্রবণ ও চ্যালেঞ্জিং কৃষি এলাকা, যেখানে লবণাক্ততা ও জলাবদ্ধতা চাষাবাদের প্রধান অন্তরায়। এসব প্রতিকূলতাকে পেছনে ফেলে কৃষিতে সম্ভাবনার দ্বার খুলতে কাজ করছে বিনা।
বিনা উদ্ভাবিত প্রতিকূলতা সহনশীল আমন ধানের জাত ও প্রযুক্তি ব্যবহার করে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে যার মাধ্যমে এক ফসলি জমিকে উপযোগী শস্যবিন্যাসের মাধ্যমে দুই ফসলি বা তিন ফসলি জমিতে রূপান্তর করার পথ দেখানো হচ্ছে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃষকরা বলেন, এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম বাস্তব অভিজ্ঞতা সমৃদ্ধ এবং প্রান্তিক কৃষকদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তারা আগামী দিনে এমন উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান।