সাতক্ষীরা রাত ৮:২৬ শুক্রবার , ২৫ এপ্রিল ২০২৫
  • ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে জিলহজ, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলাম
    7. কলারোয়া
    8. কালিগঞ্জ
    9. কৃষি
    10. খুলনা
    11. খেলার খবর
    12. জাতীয়
    13. জেলার খবর
    14. জ্বালানি
    15. তালা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    দেবহাটায় এলজিইডির সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, ইউএনও’র হস্তক্ষেপে কাজ বন্ধ!

    mir khairul alam
    এপ্রিল ২৫, ২০২৫ ৯:২৩ অপরাহ্ণ
    Link Copied!

    দেবহাটা প্রতিনিধি: ছুটির দিনে দায় সারা ভাবে সংস্কার কাজ চালিয়ে যাচ্ছিল ঠিকাদার। আর সেখানে এলজিইডির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত থেকেও ছিলেন নিরব দর্শকের ভূমিকায়। বিষয়টি বুঝতে পেরে এলাকাবাসী কয়েকজন এগিয়ে এসে কাজের মান নিয়ে কথা বলতেই ঠিকাদারের পক্ষ নিয়ে এলজিইডির এক কর্মচারী স্থানীয় এক ব্যক্তিকে শারীরিক ভাবে লাঞ্চিত করে। পরে বিষয়টি নিয়ে উত্তেজনাকর পরিস্থতি সৃষ্টি হয়। এসময় সেখান দিয়ে যাওয়ার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি শুনে তাৎক্ষণিক কাজ বন্ধ করার নির্দেশ দেন। জানা গেছে, দেবহাটা উপজেলার সুশীলগাতী শফিকুল ইসলাম হাজীর বাড়ি হতে রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র অভিমুখে ১.৫ কিলোমিটার সড়কটি দীর্ঘদিন নষ্ট হওয়ায় সংস্কারের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। সেই মোতাবেক টেন্ডারের মাধ্যমে ৬২ লাখ টাকা বরাদ্দে কাজটি বাস্তবায়ন করেছেন মোহাম্মদ ফয়সাল এর মেসার্স জারিফ ইন্টারপ্রাইজ নামের ঠিকাদারী প্রতিষ্ঠান। কিন্তু ওই কাপেটিং রাস্তা সংস্কারের জন্য ব্যবহৃত হচ্ছিল মাটি মিশ্রিত নিম্নমানের পাথর, বালু। উপস্থিত থাকা এলজিডি অফিসের কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান, সুপারভাইজার অলোক ঘোষ সেখানে উপস্থিত থেকে এসব কাজ চালিয়ে যাচ্ছিলেন। ঠিকাদারের সাথে এলজিইডি অফিস মিলেমিশে এ অনিয়ম করে যাচ্ছিল বলে অভিযোগ স্থানীয়দের। এদিকে স্থানীয় বাসিন্দা ও শিবনগর মসজিদ কমিটির সেক্রেটারি ফারুক হোসেন, ক্যাশিয়ার মোহাম্মদ আশরাফুল ইসলামসহ বেশ কয়েকজন বিষয়টি নিয়ে প্রতিবাদ করতে এগিয়ে আসলে উল্টো তাদের উপর চড়াও হয় ঠিকাদার ও এলজিইডি অফিসের লোকজন। এবিষয়ে ফারুক হোসেন জানান, শিবনগরের ভিতর দিয়ে দেবহাটা রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের রাস্তা সংস্কারের কাজের জন্য পাথর ও ডাস্ট মিক্সের কাজে ব্যাপক অনিয়মের প্রতিবাদ করি। তখন ঠিকাদারের পক্ষ নিয়ে এলজিইডি অফিসের এক সহকারী ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা করে। পরে ইউএনও স্যার ঘটনস্থলে এসে ওই কাজ বন্ধ করার নির্দেশ দেন। অভিযুক্ত ঠিকাদার মোহাম্মদ ফয়সাল জানান, অনাকাঙ্খিত ঘটনা ঘটায় আমরা এলাকাবাসীর কাছে ক্ষমা চেয়েছি। এ বিষয়ে তিনি নিউজ না করার জন্য বলেন। দেবহাটা উপজেলা এলজিইডি কর্মকর্তা দ্যুতি মন্ডলের সাথে যোগাযোগের চেষ্টা করলে তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।