দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সখিপুর ইউনিয়ন পরিষদে শিশু কল্যাণ পরামর্শ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধ ও বৃহস্পতিবার (২১ ও ২২ মে) এ কর্মসূচি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে দেবহাটা এরিয়া প্রোগ্রাম, সুশীলনের বাস্তবায়নে অনুষ্ঠিত হয়। সভার উদ্বোধন করেন সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম।
সভায় অংশ নেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সুশীলনের দেবহাটা এরিয়া প্রেগ্রামের ম্যানেজার মামুন হোসেন, ওয়ার্ল্ড ভিশনের মুক্তা বিশ্বাস, সিডিও আসাদুজ্জামান রিপন, জোৎন্না বালা, জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, সুধিজন, কিশোর-কিশোরীরা।
২দিনব্যাপী এ সভা পরিচালনা করেন সুশীলনের সিডিও মিজানুর রহমান। সভায় শিশুদের কল্যাণে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিশুদের কল্যাণে বিভিন্ন পরিকল্পনা গ্রহন করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।