দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বিনামূল্যে নাক কান ও গলা বিষয়ক চিকিৎসা প্রদান ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সাস সমৃদ্ধি কর্মসুচির আওতায় পারুলিয়া ইউনিয়ন পরিষদে এ বিশেষ নাক কান ও গলা চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে রোগী দেখেন ডা.হাসানুজ্জামান এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) এফসিপিএস (ইএনটি), কনসালটেন্ট (ইএনটি), সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সাতক্ষীরা। এ সময় স্বাস্থ্য ক্যাম্পে উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা প্রবীর হাজারী, সাস’র আর এম মিজানুর রহমান, অডিটর শংকর কুমার মন্ডল, সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী আলমগীর হোসেন, সহকারী সমন্বয়কারী শেখ জহিরুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা শামীমা খাতুন, স্বাস্থ্য পরিদর্শক গন প্রমুখ। এসময় অসংখ্য গরীব অসহায় রুগিদেরকে নাক কান ও গলা বিষয়ক চিকিৎসা সেবা প্রদান করা হয়।