দেবহাটা প্রতিনিধি: ‘সকল নারী ও কন্যার জন্য অধিকার, সমতা এবং ক্ষমতায়ন’ প্রতিপাদ্য নিয়ে এবং প্রতিবাদ হোক সহিংসতার, নিশ্চিত হোক নারীর মানবাধিকার’ স্লোগানকে সামনে রেখে দেবহাটা সদর ইউনিয়নে বিশ্ব আন্তর্জাতিক নারী দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দেবহাটা সদর ইউনিয়ন পরিষদে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাইট টু গ্রো প্রজেক্টের সহযোগিতায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রাইট টু গ্রো প্রজেক্টের জেন্ডার এন্ড এ্যাডভোকেসি অফিসার উজ্জল পলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রশাসনিক কর্মকর্তা খালিদ হাসান খান, ইউনিয়ন ফ্যাসিলিটেটর সাইফুল ইসলাম, কমিউনিটি প্রমোটার সাবিনা বেগম, সিভিএ গ্রুপের সদস্য, সিএসও সদস্যগন।
অনুষ্ঠানে বক্তরা বলেন, দেশে সকল প্রকার নারী নির্যাতন বন্ধে সকলকে সোচ্চার হতে হবে। সারাদেশে একযোগে নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সকল কন্যা শিশুর নিরাপদ জীবনের নিশ্চয়তা দিতে হবে। এই পৃথিবীকে সকল কন্যাশিশুর বাসযোগ্য করে গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করতে হবে।