সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) বাস্তবায়িত পুনর্বিন্যাসকৃত সমৃদ্ধি কর্মসূচির উন্নয়নের যুব সমাজ কার্যক্রমের আওতায় যুব সদস্যদের নিয়ে “সামাজিক স্বেচ্ছাসেবা, নেতৃত্ব ও সম্প্রীতি উন্নয়ন শীর্ষক যুব প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে। সমৃদ্ধি অফিস সখিপুর অফিসে উক্ত প্রশিক্ষণে, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আহমেদ তাহমীর সিদ্দিকী, উপজেলা যুব উন্নয়ন অফিসার, দেবহাটা, সাতক্ষীরা। আরো উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা কামরুজ্জামান, পেশ ইমাম ও খতিব, সখিপুর বাজার জামে মসজিদ। উক্ত প্রশিক্ষণে সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ আলমগীর হোসেন, উপজেলা কর্মসূচি সমন্বয়কারী ও শেখ জহিরুল ইসলাম সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী, সমৃদ্ধি কর্মসূচি।
সার্বিক সহযোগিতায়ঃ পল্লী কর্ম – সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।