দেবহাটা প্রতিনিধি: সরকারি কর্মকর্তা, বৃহওর সম্প্রদায়, শিশু, স্টেকহোল্ডার এবং অন্যান্য অংশীদারদের জন্য সিভিএ প্রাসঙ্গিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারী) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অর্থায়নে দেবহাটা এরিয়া প্রোগ্রাম ও সুশীলন এর বাস্তবায়নে দেবহাটা সরকারি বিপেন বিহারী মেমোরিয়াল পাবলিক ইনস্টিটিউশন হলরুমে সিভিএ কার্যক্রম এর উপর এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি দেবহাটা এরিয়া প্রোগ্রাম এর সিডিও মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা সরকারি বিপেন বিহারী মেমোরিয়াল পাবলিক ইনস্টিটিউশন এর সহকারি প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি উওম রায়, উওরণ প্রজেক্ট এর ফিল্ডকর্মী সহ বিভিন্ন এনজিও প্রতিনিধি, সুশীলন দেবহাটা এরিয়া প্রোগ্রাম এর সিডিও নীলাদ্রি বিশ্বাস, জেসিডিও মমতাজ পারভীন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাম উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ, শিশু ফোরাম ইয়ুথ ফোরাম এর সদস্যবৃন্দ। প্রধান অতিথি উপস্থিত সকলের উদ্দেশ্য নানা দিক নির্দেশনা প্রদান করেন। সুশীলন দেবহাটা এরিয়া প্রোগ্রাম এর সিডিও মো: মিজানুর রহমান সিভিএ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, সকল সেক্টরেই সিভিএ হতে পারে। সিভিএ হলো সিটিজেন ভয়েস এন্ড একশন, এক কথায় জনগন/নিজের ভয়েস কে রেইজ করা, তিনি আরও বলেন, আপনাদের সকলের জানা প্রয়োজন যে কোন কোন সরকারি সেক্টর কি কি সেবা/সুবিধা প্রদান করে, যেমন কমিউনিটি ক্লিনিক, সমাজসেবা, ইউনিয়ন পরিষদ, থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর প্রভৃতি। এ পর্যায়ে উওরণের প্রজেক্ট এর ফিল্ড কর্মী, দেবহাটা এরিয়া প্রোগ্রাম এর সিডিওবিন্দ সহ ভিডিসি সভাপতি উওম রায় বক্তব্য রাখেন।