আজ ২১ শে নভেম্বর-২০২৪ ইং, রোজ: বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামের মুন্ডা আদিবাসী পাড়ায় রেডিও নলতার বাস্তবায়নে প্রোমোটিং দ্যা ভয়েস অব প্লেইন ল্যাণ্ড এথনিক মাইনোরিটিজ ইন সিভিক স্পেস থ্রি কমিউনিটি মিডিয়া শীর্ষক প্রকল্প এবং ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল নাইনটিন ও ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তা ও গণমাধ্যম বিষয়ক সমষ্ঠি ফাউণ্ডেশনের কারীগরি সহায়তায় স্থানীয় পিছিয়েপড়া মুণ্ডা আদীবাসিদের প্রধান ০৭ টি সমস্যা নির্বাচিত করে তার মধ্যে থেকে ধারাবাহিক ভাবে তাদের জীবন মান উন্নয়ন এর উপর এক সংলাপ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত সংলাপ অনুষ্ঠানের এবারের পর্বের মূল বিষয় ছিল মুণ্ডা আদীবাসিদের স্বাস্থ্য ও চিকিৎসা সেবা। সংলাপ অনুষ্ঠানের প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, ডা: ইসমত জাহান সুমনা,মেডিকেল অফিসার,সিভিল সার্জন কার্যালয়,সাতক্ষীরা।আমিনা বিলকিচ ময়না,গণমাধ্যম ও উন্নয়ন ব্যাক্তিত্ব্য। নাজমুন নাহার সভাপতি,জয়াখালী নারী উন্নয়ন সংগঠন।উক্ত সংলাপ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিছিয়েপড়া আদীবাসি মুণ্ডা জনগোষ্ঠির সাধারণ মানুষ।এসময় আরও উপস্থিত ছিলেন প্রোমোটিং দ্যা ভয়েস অব প্লেইন ল্যাণ্ড এথনিক মাইনোরিটিজ ইন সিভিক স্পেস থ্্রু কমিউনিটি মিডিয়া শীর্ষক প্রকল্পের ১০ জন ইয়ুথ লিডার যারা এই প্রকল্পের ইয়ুথ লিডার হিসাবে ইতোপূর্বে আদিবাসীদের পিছিয়ে পড়ার বিষয়ে বিষয় ভিত্তিক প্রশিক্ষন গ্রহণ করেছেন। উক্ত সংলাপ অনুষ্ঠানে আলোচক বৃন্দ যার যার দপ্তর থেকে পিছিয়েপড়া জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরন, উক্ত সংলাপ অনুষ্ঠানে আদীবাসি পিছিয়েপড়া জনগোষ্ঠির মানুষ তারা আমন্ত্রিত অতিথীদের কাছে সরাসরি প্রশ্ন করে তাদের সমস্যার কথা তুলে ধরেন। এ সময় অতিথীবৃন্দ তাদের জীবন মান উন্নয়নে কাজ করে যাবেন এবং সরকারি বিভিন্ন উপকরন ও সেবাসমুহ যাহাতে সাধারণ মানুষ পেতে পারে সে বিষয়ে নানা প্রতিশ্রুতি ব্যাক্ত করেন। উক্ত সংলাপ অনুষ্ঠানটি পরিচালনা করেন,রেডিও নলতার সিনিয়র অনুষ্ঠান প্রযোজক প্রতিমা রানী।এসময় আরও উপস্থিত ছিলেন,রেডিও নলতার সহকারি স্টেশন ম্যানেজার মামুন হোসেন।টেকনিক্যাল অফিসার সাব্বির হোসাইন।হিসাব রক্ষক কাম মার্কেটিং অফিসার আক্তারুজ্জামান মিলন। অনুষ্ঠান উপস্থাপক আব্দুস সালাম ও ইয়াসিন ইমতিয়াজ । উক্ত অনুষ্ঠানে মুণ্ডা আদিবাসীদের শিশু পুষ্টি ও গর্ভবর্তী মায়ের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং পিছিপেড়া মুণ্ডা আদিবাসীদের ও ইয়ুথ লিডারদের ভূমিকা,জনসচেতনতা সৃষ্টি জোরদারকরণ,স্থানীয় জনপ্রতিনীধিদের ভূমিকা,গৌত্র প্রধানদের ভূমিকা উঠে আসে। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথীরা দাতা সংস্থা এবং রেডিও নলতাকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামীতে এই ধরনের সংলাপ অনুষ্ঠানের আয়োজনের পরামর্শ দেন এবং সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে অনুষ্ঠান সমাপ্ত ঘোষনা করা হয়।