প্রেস বিজ্ঞপ্তি: দেবহাটায় সিভিএ মনিটরিং স্ট্যান্ডার্ড কার্ড তৈরির উপর বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) দেবহাটা এরিয়া প্রোগ্রামের উদ্যোগে দেবহাটা থানায় অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া সভাপতিত্বে কমিউনিটি ভয়েস অফ এ্যাকশন (সিভিএ) মনিটরিং স্ট্যান্ডার্ড কার্ড তৈরির উপর এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন দেবহাটা থানার নারী ও শিশু বান্ধব হেল্প ডেক্সের দায়িত্ব প্রাপ্ত এএসআই ইয়াসমিন আরা, এসআই লেলিন, এসআই রিয়াজুল ইসলাম, মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তরিকুল ইসলাম, সহকারী যুব উন্নয়ন অফিসার, দেবহাট উপজেলা এবং দেবহাটা ইউনিয়নের (সিভিএ) ওয়ার্কিং গ্রুপ। উক্ত সিভিএ মনিটরিং স্ট্যান্ডার্ড মিটিং এ দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, আমরা জনগনের সেবক। আমরা রাত দিন জনগনের সেবা করে যেতে চায়। আমাদের দায়িত্বের পাশাপাশি আরো একটা বড় দায়িত্ব শিশুদের অতিরিক্ত সেবা প্রদান করা। আমাদের এলাকায় বিশেষ করে শিশুরা নানান ভাবে নির্যাতনের শিকার হচ্ছে। পারিবারিক ভাবে ও সামাজিক ভাবে নারী ও শিশুরা অনেক নির্যাতনের শিকার হয়ে থানায় আসে সেবা নেওয়ার জন্য। আমাদের বাংলাদেশ পুলিশের পক্ষে থানা থেকে যতটা সেবা দেওয়া প্রয়োজন আমরা তারও বেশি সেবা দিয়ে থাকি। বিশেষ করে আজকের এই মিটিং দেবহাটা এরিয়া প্রোগ্রামের মাধ্যমে লিপিবদ্ধ যে সকল সেবার মান উল্লেখ করা হয়েছে সেগুলো যদি আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে সেবা দিয়ে থাকি তাহলে সকল নারী ও শিশুরা তাদের সঠিক সেবা পাবে বলে আমি আশাকরি। পরিশেষে তিনি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, সুশীলনের আয়োজনে দেবহাটা এরিয়া প্রোগ্রামকে ধন্যবাদ জানিয়ে মিটিংএ সকল উপস্থিতিদের শুভকামনা জানিয়ে মিটিং শেষ করেন। উক্ত মিটিং সামগ্রিক ভাবে পরিচালনা করনে, দেবহাটা এরিয়া প্রোগ্রামের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মো.আসাদুজ্জামান।