দেবহাটা প্রতিনিধি: ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহর শ্রদ্ধা নিবেদন করেছেন দেবহাটা প্রেসক্লাবের নের্তৃবৃন্দরা। দেবহাটা প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম ও সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জলের নের্তৃত্বে উপজেলা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান, প্রেসক্লাবের সহ-সভাপতি সুমন পারভেজ বাবু, দপ্তর সম্পাদক এমএ মামুন, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক এসএম নাসির উদ্দীন, কার্যনির্বাহী সদস্য আব্দুস সালাম প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।