সাতক্ষীরা সন্ধ্যা ৭:৫৯ বৃহস্পতিবার , ১০ অক্টোবর ২০২৪
  • ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে জিলহজ, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলাম
    7. কলারোয়া
    8. কালিগঞ্জ
    9. কৃষি
    10. খুলনা
    11. খেলার খবর
    12. জাতীয়
    13. জেলার খবর
    14. জ্বালানি
    15. তালা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    দেবহাটা প্রেসক্লাবে সাম্প্রাদায়িক সম্প্রীতি অনুষ্ঠান

    mir khairul alam
    অক্টোবর ১০, ২০২৪ ৩:২০ অপরাহ্ণ
    Link Copied!

    দেবহাটা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেবহাটা প্রেসক্লাবে সাম্প্রাদায়িক সম্প্রীতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় প্রেসক্লাবের সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) লিটন ঘোষ বাপি’র পরিচালনায় বক্তব্য দেন উপদেষ্টা আব্দুল ওহাব, সহ-সভাপতি রাজু আহম্মেদ ও আবু হুরাইরা, সাংগঠনিক সম্পাদক সুমন পারভেজ বাবু, অর্থ সম্পাদক আব্দুস সালাম, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক ফরহাদ হোসেন সবুজ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এমএ মামুন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, কার্যনির্বাহী সদস্য বায়েজিত বোস্তামি উজ্বল, সদস্য কবির হোসেন, এসকে ওভি, দিপঙ্কর বিশ্বাস, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার দেবহাটা ব্যুরো আবু সাঈদ, দৈনিক রানার পত্রিকার আবু বক্কর সিদ্দিক প্রমুখ। এসময় প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও উপজেলার কর্মরত সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রতির উজ্বল দৃষ্টান্ত। স্বাধীনতার চেতনার মূলে ছিল সাম্প্রদায়িক সমাজ বিনির্মাণ করা। এদেশের সব মানুষের নিজ ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে। তাই কোন ভয় বা বাধাহীন ভাবে সে তার নিজ ধর্ম পালন করবে। বর্তমান উপদেষ্টা সরকার প্রধান হিন্দু ধর্মের বৃহৎ উৎসব পালনের জন্য ব্যাপক নিরাপত্তা জোরদার করেছেন। সেই সাথে শারদীয় উৎসবকে সম্মান জানিয়ে এই প্রথম সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠানে ৪ দিনের ছুটি দিয়েছেন। যা সাম্প্রদায়িক সম্প্রতির সেতু বন্ধন হিসাবে কাজ করবে।

    এদিকে, সপ্তমীদিনে দেবহাটা প্রেসক্লাবের এমন ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করায় সনাতন ধর্মাবলম্বীরা নেতৃবৃন্দকে সাধুবাদ জানান। সেই সাথে সনাতন সদস্যদের পক্ষ থেকে সকলকে মিষ্টিমুখ করানো হয়।

    পাশাপাশি উপজেলার ২১টি পূজা মন্ডপে সরেজমিনে গিয়ে নিরাপত্তা ও সার্বিক বিষয়ে খোঁজখবর নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।