দোহার, কাতার – উৎসবমুখর পরিবেশ, প্রাণবন্ত মিলনমেলা এবং কেক কাটার আনন্দঘন মুহূর্তের মাধ্যমে উদযাপিত হলো SSC 2002 ও HSC 2004 ব্যাচভিত্তিক প্রবাসী বন্ধুদের ফেসবুক গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী।
গত শুক্রবার, ৯ মে ২০২৫ তারিখে কাতারের রাজধানী দোহায় অবস্থিত মডার্ন ফিউশন রেস্টুরেন্টে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রবাসে অবস্থানরত বাংলাদেশি বন্ধুদের এই মিলনমেলায় বাংলাদেশ থেকে আগত মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন (এম. জে. এফ.)–এর নির্বাহী পরিচালক আজহারুল ইসলামসহ শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর বন্ধুদের একত্রিত হওয়ার ফলে পুরো অনুষ্ঠানটি পরিণত হয় এক আনন্দঘন পরিবেশে।
অনুষ্ঠানে কেক কাটা, স্মৃতিচারণমূলক আড্ডা, হাসি-ঠাট্টা এবং নানা সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে পুরনো দিনগুলোকে স্মরণ করা হয়।
রেমিট্যান্স যোদ্ধাদের এই মিলনমেলার সফল আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাতক্ষীরার কৃতি সন্তান মাগফুর রহমান, মাজহারুল ইসলাম, তানিন খান, আদিব রহমান ও ইমন। তাঁদের আন্তরিক প্রচেষ্টা ও সুচারু ব্যবস্থাপনায় পুরো অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা বলেন, “এই গ্রুপ শুধুমাত্র একটি অনলাইন প্ল্যাটফর্ম নয়, বরং এটি আমাদের বন্ধুত্বের শক্ত ভিত। প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও আমরা যেন একে অপরের পাশে থাকতে পারি – এই আয়োজন সেই বন্ধনেরই বহিঃপ্রকাশ।”
সবশেষে, সবাই আগামী বছরগুলোতেও এই উৎসবমুখরতা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং এই সংগঠনকে একটি মানবিক ও কল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নেওয়ার প্রত্যাশা করেন।