সাতক্ষীরা দুপুর ২:১৩ মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০২৫
  • ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ২৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলাম
    7. কলারোয়া
    8. কালিগঞ্জ
    9. কৃষি
    10. খুলনা
    11. খেলার খবর
    12. জাতীয়
    13. জেলার খবর
    14. জ্বালানি
    15. তালা

    নলতায় বিনামূল্যে টেলিমেডিসিন সেবা দিচ্ছে ‘ডক্টর লাইভ’

    mir khairul alam
    ফেব্রুয়ারি ১১, ২০২৫ ৯:০৮ অপরাহ্ণ
    Link Copied!

    সাতক্ষীরা প্রতিনিধি: হযরত খানবাহাদুর আহছান উল্লাহ (র.) ৬১ তম পবিত্র ওরশ শরীফ উপলক্ষে বিনামূল্যে টেলিমেডিসিন সেবা দিচ্ছে অনলাইন ভিত্তিক স্বাস্থ্য সেবা অ্যাপ ‘ডক্টর লাইভ’। সাতক্ষীরার নলতায় ওরছে আগত ভক্তদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে টেলিমেডিসিন সেবা চালু করা হয়। গ্রামীণ সাধারন মানুষের স্বাস্থ্য সেবা প্রাপ্তিতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

    সরেজমিনে দেখা গেছে, ডক্টর লাইভ ও অর্ণব হিড ফাউন্ডেশনের আয়োজনে গত তিন ধরে ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে সরাসরি ভিডিও কলের মাধ্যমে স্বাস্থ্য সেবা নিয়েছেন সাধারণ মানুষ। পাশাপাশি বিনামূল্যে ডায়াবেটিস টেস্ট, পেশার পরীক্ষা ছাড়া ছোটখাটো পরীক্ষা করেছেন।

    চিকিৎসা নিতে আসা জহুরুল ইসলাম জানান, মাঝে মাঝে আমার হাত পা অবশ হয়ে হয়ে যায়। কোন কাজ করতে পারি না। আমি নিজ এলাকায় বসে ঢাকার ডাক্তারের কাছ থেকে নিতে পেরে খুবই খুশি।

    চিকিৎসা নিতে আসা রেহেনা বেগম জানান, আমি কোমর ও মেরুদন্ডের ব্যাথায় ভুগছি। আমি অসুস্থ থাকায় ঢাকায় যাওয়া কোন ভাবে সম্ভব ছিল না, কিন্তু এই ক্যাম্পে এসে ঢাকার ডাক্তারের চিকিৎসা নিতে পারছি। এটা আমাদের মত গ্রামে এ সেবা পৌঁছে দেওয়ায় আমরা উপকৃত হচ্ছি।

    নলতার ফ্রি ডিজিটাল হেলথ ক্যাম্প এর পরিচালক ডক্টর লাইফের সাতক্ষীরা কো-অর্ডিরেটর ও অর্ণব হিড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সেলিম হোসাইন শাহারীয়ার বলেন, যে সব এলাকার মানুষ অর্থের অভাবে কিংবা বিভিন্ন কারণে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারেন না তাদের জন্য আমরা ডক্টর লাইভের মাধ্যমে গ্রাম পর্যায়ে টেলিমেডিসিন সেবা পৌঁছে দিচ্ছি। তারই অংশ হিসাবে নলতা শরিফের আগত ভক্তদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ফ্রি ডিজিটাল মেডিকেল ক্যাম্প করেছি। আমাদের এই ক্যাম্পে বিনামূল্যে ঔষধ সরবাহ করেছে ইনসেপ্টা কোম্পানি। আমরা অসংখ্য মানুষকে প্রতিদিন বিনামূল্যে স্বাস্থ্য ও ঔষধ সেবা প্রদান করে চলেছি। সাধারণ মানুষের কথা বিবেচনা করে ওরছ শেষ হলেও মেডিকেল ক্যাম্প চালু রেখেছি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।