দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজোলার পারুলিয়া ইউনিয়ন পরিষদে সরকারী কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিনিধি, সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) সদস্য, সিটিজেন ভয়েজ এন্ড এ্যাকশন (সিভিএ) ওয়ার্কিং গ্রুপ, ক্ষুদ্র উদ্দ্যেক্তা, ৫ বছরের নিচের শিশুর পিতা-মাতা এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের সমন্বয়ে উল্লেখযোগ্য অর্জন উদ্যাপন এবং প্রস্থান পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) পারুলিয় ইউনিয়ন পরিষদ চত্বরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের সহযোগীতায় এ সভা অনুষ্ঠিত হয়। এখানে পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা কর্মকর্তা শ্রী অধীর কুমার গাইন। বিশেষ অতিথি ছিলেন নেদারল্যান্ড দাতা সংস্থার প্রতিনিধি এনা ও নোলান। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের অ্যাডভোকেসী ও জেন্ডার অফিসার উজ্জ্বল পালের সঞ্চলনায় মুলপ্রবন্ধ নিয়ে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের ম্যানেজার জগন্ময় প্রজেশ বিশ্বাস। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, নওয়াপাড়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, কুলিয়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ মন্ডল, দেবহাটা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, সিভিএ গ্রুপের সদস্য লিটন ঘোষ বাপি প্রমুখ। এসময় ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার আবেদা খাতুন, রাইট টু গ্রো প্রজেক্টের ট্রেনিং এন্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার সুশান্ত রায়, মনিটরিং অফিসার বিলকিস আরা চৌধুরী সহ সকল ফ্রন্ট লাইন স্টাফ ইউএফ এবং সিপি উপস্থিত ছিলেন। এসময় রাইট টু গ্রো প্রকল্প, সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) সদস্য এবং সিটিজেন ভয়েজ এন্ড এ্যাকশন (সিভিএ) ওয়ার্কিং গ্রুপের সমন্বয়ে পারুলিয়া ইউনিয়ন পরিষদ উল্লেখযোগ্য অর্জনগুলো তুলে ধরেন এবং রাইট টু গ্রো প্রজেক্ট ও পারুলিয়া ইউনিয়ন পরিষদের মধ্যে টেকসই উন্নয়নের লক্ষ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়।