সংবাদদাতা— বরিশাল বিশ্ববিদ্যালয়:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২৪-২৫ সেশনের GST-বি অনুষদভুক্ত মানবিক বিভাগে ভর্তি পরীক্ষা দিতে আসা ভর্তিচ্ছুদের সহায়তার ধারাবাহিকতায় আজ ২মে, শুক্রবার, ভর্তিচ্ছুদের পাশে ছিল সাতক্ষীরার দেবহাটা উপজেলার সারাদেশের বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীদের সংগঠন ‘দরদি’ এর স্বেচ্ছাসেবকরা।
ভর্তিচ্ছুদের সহযোগিতায় দরদি’র কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হলো— বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্থায়ী ভর্তি তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন, দেবহাটা থেকে আগত পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া, ভর্তিচ্ছু সকল শিক্ষার্থীদের তথ্য সেবার জন্য সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখা, সুপেয় পানির ব্যবস্থা, মাস্ক, কলম ও টিস্যু বিতরণ। পাশাপাশি দেবহাটা থেকে আগত শিক্ষার্থীদেরকে পরীক্ষার পূর্ব রাতে থাকার জন্য আবাসনের সুব্যবস্থা।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে দরদি’র হেল্পডেস্ক বসেছিল। স্বেচ্ছাসেবী ছিল প্রায় ১০ জন। পরীক্ষার আগমুহূর্তে তথ্য গ্রহীতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ভর্তি সহায়তা হেল্পডেস্ক কর্মসূচি পরিচালনায় ছিলেন দরদি’র বরিশাল ইউনিটের আহ্বায়ক ইমরান হোসেন এবং সদস্য সচিব অসীম বুধুই।
অন্যান্যদের মধ্যে অনুষ্ঠান সফল করেছেন—
দরদির বরিশাল অঞ্চলের আহ্বায়ক কমিটির উপদেষ্টা মোতালেব হোসেন সোহান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ একরামুজ্জামান ও অভিজিৎ দত্তসহ যুগ্ম সদস্য সচিব তপব্রত মোদক তপু, মোঃ মোজাহিদ হোসেন প্রমুখ।