সাতক্ষীরা সন্ধ্যা ৬:৫০ মঙ্গলবার , ১০ জুন ২০২৫
  • ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে জিলহজ, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলাম
    7. কলারোয়া
    8. কালিগঞ্জ
    9. কৃষি
    10. খুলনা
    11. খেলার খবর
    12. জাতীয়
    13. জেলার খবর
    14. জ্বালানি
    15. তালা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীদের সংগঠন দরদির নতুন কমিটি গঠন

    mir khairul alam
    জুন ১০, ২০২৫ ৮:০০ অপরাহ্ণ
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার দেবহাটা উপজেলার সারাদেশের বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী সংগঠন দরদি’র ১১৯ সদস্য-বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার, দেবহাটা উপজেলার পারুলিয়া এস এস মাধ্যমিক বিদ্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ১বছর মেয়াদি এ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়৷
    দরদি’র ২০২৫-২৬ কার্যনির্বাহী এ কমিটিতে মোস্তাক আহমেদ অপু সভাপতি হিসেবে এবং মোতালেব হোসেন সোহান সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

    এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন দরদি’র কার্যক্রমের অন্যতম দুটি লক্ষ্য হলো- শিক্ষাসহায়তামূলক ও সমাজসেবামূলক। ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে তাদের এ কার্যক্রম অব্যাহত আছে।

    সংগঠনের কমিটি গঠনকালে নব-গঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সবার সাথে সমন্বয় করে, শিক্ষা ও সমাজসেবামূলক কার্যক্রমের মধ্য দিয়ে দরদি সংগঠনকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

    এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দরদি’র ২৪-২৫ কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক জি এম আবু রাহাত, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক নাজমুল আহসান, দরদির প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মামুন, দরদির কার্যনির্বাহী উপদেষ্টা ও বাংলাদেশ আনসারের জেলা কমান্ডার মোঃ সাহাদাত হোসেন বিভিএম এবং দরদির অন্যান্য সদস্যবৃন্দ। শুভেচ্ছা জানিয়েছেন দরদি প্রতিষ্ঠাকালীন সভাপতি নাসিম হাসান নয়ন।

    দরদির ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন- শামীম হোসেন, রাশেদ মাহমুদ, মোঃ হাফিজুল ইসলাম, মো: মেহেদী হাসান, সাগর ঘোষ, সন্দীপ মুখার্জী, তাসকিন মেহেজাবীন জুঁই। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোঃ আল আমিন হোসেন, মেসবাহুত তামান্না, মোঃ আরিফুল ইসলাম, স্বরজীৎ দাশ, ইমরান হোসেন, আরিফ বিল্লাহ, অসীম বুধুই, অভিজিৎ দত্ত, আছিয়া খাতুন, মো: আল-আমিন বিশ্বাস এবং মোঃ তৌফিক হাসান মনোনীত হয়েছেন।

    প্রতিটি বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক একজন করে মুখ্য সংগঠক মনোনীত হয়েছেন; যথাক্রমে– ঢাকা বিশ্ববিদ্যালয়ে মো: আল আমিন (২০২১-২২), খুলনা বিশ্ববিদ্যালয়ে রিফাত ইশতিয়াক, বরিশাল বিশ্ববিদ্যালয়ে মোঃ একরামুজ্জামান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোঃ সাইদুর রহমান সাইদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সৌরভ বিশ্বাস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রান্ত ঘোষ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মোঃ আল ফারিয়ার সুজন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে আব্দুল্লাহ আল-মামুন, রুয়েটে শাহরিয়ার আমিন, কুয়েটে সাগর দত্ত, চুয়েটে ফারদীন আহমেদ, SUST-এ মাসুদ শাহরিয়ার রাকিব, গোবিপ্রবিতে আফিফা নাজনীন এবং নোবিপ্রবিতে আব্দুল কাদের মনোনীত হয়েছেন।

    পাশাপাশি দপ্তর সম্পাদক হিসেবে নয়ন পাল, উপ দপ্তর সম্পাদকে রাকিব হোসেন, সাংগঠনিক সম্পাদক হিসেবে হাসানুল বান্না মনোনীত হয়েছেন।
    এবং সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন– শিহাব জুহুরি আবীর, মো: খায়রুল ইসলাম, আবিদুর রহমান,বতাসনিয়া রহমান, কৃষ্ণা ঘোষ, তাছনিম জাহান বৃষ্টি, মো. আসিফ মাহমুদ, শরফুল আলম গাজী, আয়েশা সিদ্দিকা অন্তরা, মো: সাব্বির হোসেন, তৈয়েবুর রহমান আকাশ, সাদিয়া আক্তার, আফসানা মিমি, এনামুল হক, বৃষ্টি রানী দাস, মোঃ তরিকুল ইসলাম, কায়েস হোসেন জয়, মোঃ ইমতিয়াজ আহমেদ শুভ, মোস্তাক হাসনাত তন্ময় এবং শাওন হুসাইন।

    অর্থ সম্পাদক হিসেবে নাজিমুর রহমান উপ অর্থ সম্পাদকে তাওফিকা আহম্মেদ, প্রচার সম্পাদকে শানজিদা করবী মিশু, উপ প্রচার সম্পাদকে তানভীর হোসেন নাজিম, সমাজসেবা সম্পাদকে জান্নাতুন নাহার, উপ সমাজসেবা সম্পাদকে রাকিব শাহরিয়ার, তথ্য-প্রযুক্তি সম্পাদকে রেজওয়ান পারভেজ, উপ তথ্য-প্রযুক্তি সম্পাদকে সম্পদ বিশ্বাস, শিক্ষা ও গবেষণা সম্পাদকে সাগরিকা দাস, উপ শিক্ষা ও গবেষণা সম্পাদকে তাহেরুন নাহার তিপ্তি মনোনীত হয়েছেন। এছাড়া ক্যারিয়ার ও কাউন্সিলিং সম্পাদক হিসেবে মোঃ মোজাহিদ হোসেন, উপ ক্যারিয়ার ও কাউন্সিলিং সম্পাদকে সুমাইয়া সিরাজ সিমি, সাহিত্য সম্পাদকে সুমাইয়া সুমি, উপ সাহিত্য সম্পাদকে মো: সোহেল রানা, সাংস্কৃতিক সম্পাদকে নাঈমা শিরিন দীপ্তি, উপ সাংস্কৃতিক সম্পাদকে আনিশা আজিম
    ,আইন বিষয়ক সম্পাদকে মোঃ শাখাওয়াত ইমরান, উপ আইন বিষয়ক সম্পাদকে অমিত বিশ্বাস মনোনীত হয়েছেন।

    পাশাপাশি কর্মসূচি বিষয়ক সম্পাদক হিসেবে তপব্রত মোদক তপু, উপ কর্মসূচি বিষয়ক সম্পাদকে মোঃ আব্দুল্লাহ আল মামুন, ছাত্রী বিষয়ক সম্পাদকে অর্পিতা দাশ, উপ ছাত্রী বিষয়ক সম্পাদকে মারিয়া সুলতানা, আপ্যায়ন বিষয়ক সম্পাদকে শাহারিন ফারজানা, উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদকে তাসরিন জাহান, ছাত্রবৃত্তি সম্পাদকে আল আমিন হোসেন রাজা এবং উপ ছাত্রবৃত্তি সম্পাদকে এস এম মুসফিকুর রহমান আতিক মনোনীত হয়েছেন।

    এছাড়াও যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে পাপাই কুমার, উপ যুব ও ক্রীড়া সম্পাদকে আহমেদ ইবনে জুবায়ের, দুর্যোগ ও ত্রান ব্যবস্থাপনা সম্পাদকে মারুফ হোসেন, উপ দুর্যোগ ও ত্রান ব্যবস্থাপনা সম্পাদকে মো: মিজানুর রহমান, জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদকে শাহারিন জাহান, উপ জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদকে মোঃ কামরুল হাসান সৈকত, জাতীয় ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদকে জেসমিন ইসলাম, উপ জাতীয় ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদকে মুবাশ্বির আস সাদিক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকে ফারজানা আক্তার, উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকে মারজিয়া সুলতানা, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিষয়ক সম্পাদকে নাজমুস সাকিব, উপ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিষয়ক সম্পাদকে তামান্না তাসমিয়া, স্থানীয় সরকার ও গণ-যোগাযোগ সম্পাদকে মোঃ মোস্তাহিদ, উপ স্থানীয় সরকার ও গণ-যোগাযোগ সম্পাদকে সাব্বির হোসেন শান্ত, পরিবেশ বিষয়ক সম্পাদকে হালিমা খাতুন এবং উপ পরিবেশ বিষয়ক সম্পাদকে সান্টু ঘোষ মনোনীত হয়েছেন।
    পাশাপাশি, মানবসম্পদ উন্নয়ন সম্পাদকে সুদীপ্ত কুমার মন্ডল, উপ মানবসম্পদ উন্নয়ন সম্পাদকে শেখ আবদুল্লাহ আল নোমান, তথ্য ও উপাত্ত সম্পাদকে মো. বিল্লাল হোসেন, উপ তথ্য ও উপাত্ত সম্পাদকে মোঃ ইমরান হোসেন, যোগাযোগ ও সমন্বয় সম্পাদকে মিনান নাহার মিম, উপ যোগাযোগ ও সমন্বয় সম্পাদকে টুম্পা ঘোষ, সাংগঠনিক শৃঙ্খলা সম্পাদকে মেহেদি হাসান এবং উপ সাংগঠনিক শৃঙ্খলা সম্পাদকে মো: মাহিয়ান হক মনোনীত হন।

    সহ সম্পাদক হিসেবে ৮জন সদস্য মনোনীত হন। সহ সম্পাদকবৃন্দ হলেন- মাহাদী হাসান আকাশ, মোঃ কারিমুল ইসলাম, আছমা খাতুন, নুরজাহান আক্তার শিউলি, জয়দেব ঘোষ, রিয়াজ আহম্মেদ, সাদিকুল ইসলাম, মোঃ শাফিন আহমেদ। এছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্য রয়েছে ১০জন। সদস্যবৃন্দ হলেন- মোঃ তুরাব ইবনে হুসাইন, অনন্যা সরদার, নাফিজ ইমতিয়াজ, মোঃ রাইয়ান, আব্দুর রহমান, সুজন মাহমুদ, আনিকা তাবাসসুম অন্তরা, সারিকা খানম, ফাতেমা খাতুন এবং এ এইচ আবির।

    দরদি’র সকল সদস্য, কার্যনির্বাহী উপদেষ্টা ও শুভানুধ্যায়ী নব-গঠিত কমিটির সকলকে অভিনন্দন জানিয়েছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।