সাতক্ষীরা সকাল ১১:৪২ শনিবার , ১০ মে ২০২৫
  • ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলাম
    7. কলারোয়া
    8. কালিগঞ্জ
    9. কৃষি
    10. খুলনা
    11. খেলার খবর
    12. জাতীয়
    13. জেলার খবর
    14. জ্বালানি
    15. তালা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    ভাতশালা বেড়িবাঁধ রক্ষা : সম্মিলিত প্রচেষ্টার ফল

    mir khairul alam
    মে ১০, ২০২৫ ৯:১৯ অপরাহ্ণ
    Link Copied!

    প্রকৃতির খেয়ালীপনার শিকার ভাতশালার মানুষের দীর্ঘশ্বাস মিশে আছে ইছামতী নদীর প্রতিটি ঢেউয়ে। প্রজন্মের পর প্রজন্ম নদীতে হারিয়েছে তাদের জমি, নদী কেড়ে নিয়েছে সোনালী ভবিষ্যৎ।
    ২০২৩ সালের ফেব্রুয়ারিতে যখন বাঁধ ভাঙনের কালো মেঘ ঘনিয়ে এসেছিল, তখন ভাতশালার মানুষ উপলব্ধি করেছিল, এবার রুখে দাঁড়ানো ছাড়া আর কোনো পথ নেই।
    সেই সংকটময় মুহূর্তে অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৯ই ফেব্রুয়ারির ফাউন্ডেশনের চত্ত্বরে গ্রামের সবাইকে নিয়ে সভাটি যেন এক নতুন আশার জন্ম দিল।
    ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জনাব অনিকেত আলামের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল মতিন বুকুল, উপস্থিত ছিলেন ইউপি মেম্বর জনাব আব্দুল জলিল গাজি, ইউপি মেম্বর জনাব নূর হোসেন, ভাতশালা গ্রামের বিএনপি ও জামাতের নেতৃবৃন্দ সহ গ্রামের সামাজিক নেতৃবৃন্দ ও গ্রামের মুরব্বি ও যুবকেরা।
    সভায় উপস্থিত মুরব্বিদের নিয়ে “ভাতশালা বেড়িবাঁধ রক্ষা পরিষদ” নামে একটি কমিটি গঠন করা হয়।
    পরিষদ গঠিত হবার পর থেকে বেড়িবাঁধ রক্ষা বিষয়ে দ্রুত অস্থায়ী ব্যবস্থা নেবার জন্যে সংশ্লিষ্ট সকলের সাথে বারবার যোগাযোগ করা হয়।
    পানি উন্নয়ন বোর্ড অস্থায়ী যে কাজ করেছে, পরিষদের পক্ষ থেকে নিয়মিত খোজখবর রাখার চেষ্টা করা হয়েছে যাতে কাজটা সঠিকভাবে হয়। এক্ষেত্রে জনাব জলিল গাজী, জনাব বাবলু বিশ্বাস, জনাব আবুল হোসেন বকুল, জনাব আনিস বিশ্বাস, জনাব শামিম রহমান, জনাব রবিউল গাজীর ভূমিকা উল্লেখযোগ্য।
    ভাতশালা বেড়িবাঁধ রক্ষা পরিষদ এর পক্ষ থেকে বাঁধ রক্ষার দীর্ঘমেয়াদী ব্যবস্থার দাবিতে ইউএনও মহোদয় এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মহোদয়ের সাথে একাধিকবার সাক্ষাৎ করে আবেদন জানানো হয়েছে।
    এক পর্যায়ে, উপসচিব জনাব আকবর হোসেন মহোদয়ের পরামর্শ ও সহযোগিতায় বেড়িবাঁধ রক্ষা পরিষদ পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব বরাবরও দরখাস্ত পেশ করে। এই বিষয়ে বেড়িবাঁধ রক্ষা পরিষদের জনাব আবুল হোসেন বকুলের আন্তরিক চেষ্টা বিশেষভাবে উল্লেখযোগ্য।
    ২০২৪ সালের আগস্ট মাসে নদীর ভাংগনকুল আবার বিপর্যয়ের সম্মুখীন হলে দেবহাটা উপজেলার রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ভাতশালা বেড়িবাঁধ রক্ষায় অভূতপূর্ব সাড়া দেন।
    উপজেলা বিএনপি ও জামাতের নেতৃবৃন্দ একাধিকবার বাধ পরিদর্শন করেন এবং স্বেচ্ছাশ্রম ও বাধ রক্ষার উপকরণ দিয়ে সহযোগিতা করেন।
    এসময়, ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির আন্তরিক প্রচেষ্টায় এবং পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে অস্থায়ীভাবে বাধ রক্ষার কাজে হাত দেয়া হয়।
    ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির আহ্বায়ক জনাব মোহাম্মদ খাইরুল ইসলাম, সদস্য সচিব জনাব মো: তাহাজ্জত হোসেন হিরু, এবং ভাতশালার মানুষ লে.কর্নেল জনাব অমিত রহমান, জনাব আনোয়ার হোসেন এবং জনাব এস এম দেলোয়ার হোসেনের ভুমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য।
    এরই ধারাবাহিকতায় যুগ্ন সচিব জনাব আবুল হাসান মহোদয় ও ডক্টর মোঃ কামরুজ্জামান এনডিসি মহোদয়ের ঐকান্তিকতায় ভাতশালা কোমরপুর রক্ষায় ৩ কিলোমিটার দীর্ঘ স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের একটি প্রকল্প গৃহীত হয়েছে বলে আমরা নির্ভরযোগ্য সুত্রে জানতে পেরেছি।
    ২০২৩ সালের ৯ই ফেব্রুয়ারি ভাতশালা গ্রামের সাবাই, ভেদাভেদ ভুলে যে আশা নিয়ে একত্রিত হয়েছিলেন, অসীম দয়ালু মহান আল্লাহ্‌তালা সেই আশা পূরণ করেছেন।
    এই ৩ কিলোমিটার বাঁধ নির্মাণে কোনো প্রকার অনিয়ম ও দুর্নীতি যাতে না হতে পারে, তার জন্য গ্রামের সচেতন মানুষেরা সজাগ দৃষ্টি রাখবে।
    একই সাথে ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতি, উপজেলা প্রশাসন, দেবহাটা প্রেসক্লাব, দেবহাটা রিপোটার্স ক্লাব এবং সকল সামাজিক ও রাজনৈতিক সংগঠন সহ সকল সচেতন নাগরিকের সহযোগিতা ও সজাগ দৃষ্টি এই স্বপ্নকে স্থায়ী রূপ দিতে অপরিহার্য ভুমিকা পালন করবে। ভাতশালাবাসি সকলের কাছে থাকবে চির ঋণী।
    অনিকেত আলাম
    আহ্বায়ক, ভাতশালা বেড়িবাঁধ রক্ষা পরিষদ

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।