সাতক্ষীরা দুপুর ১:২৪ বৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০২৫
  • ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ২৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলাম
    7. কলারোয়া
    8. কালিগঞ্জ
    9. কৃষি
    10. খুলনা
    11. খেলার খবর
    12. জাতীয়
    13. জেলার খবর
    14. জ্বালানি
    15. তালা

    মাটিকুমড়ায় এসডিএফ এর আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

    স্টাফ রিপোর্টার
    এপ্রিল ১০, ২০২৫ ৭:৩৬ অপরাহ্ণ
    Link Copied!

     

    দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার মাটিকুমড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার দিনব্যাপী এক বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সমাজ উন্নয়ন ফাউন্ডেশন (এসডিএফ) এর আয়োজনে এবং খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের বাস্তবায়নে, সাইস্টসেভারের সহযোগিতায় এই ক্যাম্প পরিচালিত হয়।

    চিকিৎসা সেবা দেন খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের সহকারী সার্জন ডা. হাসিবুল ইসলাম। সহযোগিতায় ছিলেন রিফ্রাকনিস্ট মো. অনিক, ইনকুলেশন অফিসার আলিমুর রেজা এবং ক্যাম্প অ্যাসিস্ট্যান্ট মো. জসিম উদ্দিন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এসডিএফ-এর নির্বাহী পরিচালক মো. আশরাফুল ইসলাম।

    ক্যাম্পে প্রতিবন্ধী, বয়স্ক, দলিত এবং নারীসহ বিভিন্ন শ্রেণির ১২০ জন রোগীকে চক্ষু পরীক্ষা, ছানি ও অন্যান্য চোখের সমস্যার সেবা প্রদান করা হয়। রোগীদের মধ্যে প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে চোখের ড্রপ বিতরণ এবং জটিল রোগীদের অপারেশনের জন্য খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়াও ৫০ জন রোগীকে বিনামূল্যে চোখের চশমা সরবরাহ করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।