সাতক্ষীরা সকাল ১০:১৩ শনিবার , ৩১ মে ২০২৫
  • ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ ১৮ই জিলহজ, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলাম
    7. কলারোয়া
    8. কালিগঞ্জ
    9. কৃষি
    10. খুলনা
    11. খেলার খবর
    12. জাতীয়
    13. জেলার খবর
    14. জ্বালানি
    15. তালা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    মানসম্মত ও সাশ্রয়ী উচ্চশিক্ষার নতুন গন্তব্য হতে যাচ্ছে আলজেরিয়া

    mir khairul alam
    মে ৩১, ২০২৫ ৩:২০ অপরাহ্ণ
    Link Copied!

    নিজস্ব প্রতিনিধি, আলজিয়ার্স::
    আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার এক আকর্ষণীয় গন্তব্য হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সাহসী ও অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপ নিয়েছে আলজেরিয়া। দেশটির উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা মন্ত্রী, প্রফেসর কামেল বাদ্দারি সম্প্রতি এক আন্তরিক আহ্বান জানিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের প্রতি— আলজেরিয়ায় এসে উচ্চশিক্ষা গ্রহণের জন্য।
    বিশ্বের সকল শিক্ষার্থীদের জন্য— এই আহ্বান আপনাদেরই! সম্প্রতি এক বক্তব্যে এমন ঘোষণা দেন মন্ত্রী বাদ্দারি। বর্তমানে আলজেরিয়ায় রয়েছে ১৩০টিরও বেশি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, আধুনিক অবকাঠামো এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডিগ্রি। এই সকল সুবিধা নিয়ে দেশটি আন্তর্জাতিক শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করছে।
    আলজেরিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে ইঞ্জিনিয়ারিং, চিকিৎসাবিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরিটি, সাহিত্য ও শিল্পকলাসহসহ নানা বিষয়ে ডিগ্রি প্রদান করা হয়। বিষয়ের উপর নির্ভর করে কোর্সগুলো ইংরেজি, ফরাসি এবং আরবি ভাষায় পড়ানো হয়। রাজধানী আলজিয়ার্সের কাছে অবস্থিত ইউনিভার্সিটি পোল অব এক্সেলেন্স-এ পাঠদান সম্পূর্ণরূপে ইংরেজিতে হয়। যা’ আলজেরিয়ার আধুনিক শিক্ষা ভবিষ্যতের প্রতীক।
    আন্তর্জাতিক শিক্ষার্থীরা এখানে পাবেন বিশ্বমানের শিক্ষা, অত্যন্ত সাশ্রয়ী জীবনযাত্রার ব্যয়, নূন্যতম টিউশন ফি এবং সরকারি সহযোগিতা। এছাড়া রাষ্ট্রীয় সহযোগিতার মাধ্যমে সহজ ও নমনীয় ভিসা প্রক্রিয়া, আবাসন, যাতায়াত, স্বাস্থ্যসেবা ও সাংস্কৃতিক সমন্বয়সহ ব্যপক সহায়তা পাবে শিক্ষার্থীরা— যা আলজেরিয়ায় পড়াশোনাকে সহজ ও উপভোগ্য করে তোলে।
    সূত্রে জানাগেছে, স্বাধীনতার পর থেকে আলজেরিয়া এখন পর্যন্ত ৬২টি দেশের ৬৫ হাজারের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছে। এসব শিক্ষার্থীরা মূলত চিকিৎসাবিজ্ঞান, প্রযুক্তি ও মানবিক শাস্ত্রের ক্ষেত্রে বিশেষজ্ঞ হিসেবে গড়ে উঠেছে। শিক্ষাক্ষেত্রে এই সাফল্য অব্যাহত রাখার জন্য ২০২৫ সালেও সরকার আধুনিক শিক্ষা ও উদ্ভাবনী প্ল্যাটফর্ম— IBTIKAR, Moodle, FabLabs এর মতো উদ্যোগে বিনিয়োগ অব্যাহত রেখেছে, বিশেষ করে তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী শক্তি বাড়াতে।
    শুধু শ্রেণিকক্ষেই নয়, আলজেরিয়া শিক্ষার্থীদের জন্য খুলে দেয় তার সমৃদ্ধ সংস্কৃতির ভাণ্ডার, উদ্যমী তরুণ জনগোষ্ঠী এবং Tassili n’Ajjer ও Casbah of Algiers এর মতো UNESCO বিশ্ব ঐতিহ্যবাহী স্থান—যা শিক্ষাজীবনকে করে তোলে আরও প্রাণবন্ত ও সমন্বিত।
    সংশ্লিষ্ট সূত্র জানান, ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন বর্তমানে গ্রহণ করা হচ্ছে। আবেদন জমার শেষ তারিখ ১০ আগস্ট ২০২৫। আবেদন করতে ভিজিট করুন: [www.studyinalgeria.dz](https://studyinalgeria.dz)
    শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী কামেল বাদ্দারি বলেন, আপনি যদি চিকিৎসক, কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ অথবা একজন সংস্কৃতি গবেষক হওয়ার স্বপ্ন দেখে— আলজেরিয়া আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত। আমরা আপনাদের আমাদের শ্রেণিকক্ষে ও সমাজে দেখতে মুখিয়ে আছি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।