সাতক্ষীরা ভোর ৫:৩৮ সোমবার , ২৭ জানুয়ারি ২০২৫
  • ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ২৪শে জিলহজ, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলাম
    7. কলারোয়া
    8. কালিগঞ্জ
    9. কৃষি
    10. খুলনা
    11. খেলার খবর
    12. জাতীয়
    13. জেলার খবর
    14. জ্বালানি
    15. তালা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন হওয়া উচিৎ: মিয়া গোলাম পরওয়ার

    mir khairul alam
    জানুয়ারি ২৭, ২০২৫ ১০:২৬ অপরাহ্ণ
    Link Copied!

    আবু সাইদ  পাটকেলঘাটা থেকেঃ পাটকেলঘাটার বলফিল্প এলাকা ছিল লোকে লোকারন্য, জনস্রোত, মানুষ আর মানুষ, সব ধারনা ছাপিয়ে জনস্রোত জামায়াতের কর্মী সম্মেলনে । সুবিশালতা ছড়িয়ে পড়ে পাটকেলঘাটা ওভার ব্রিজ, হারুন—অর রশিদ কলেজ এলাকা। বিস্মিত, হতভম্ব, পাটকেলঘাটা বাসি, হাজার ছাড়িয়ে লাখ এবং লাখের মধ্যে কেবল সীমাবদ্ধ ছিল না জনসাগর। লাক্ষ লোকের সরব, স্বতঃস্ফূর্ত উপস্থিতি নারায়ে তাগবীর, আল্লাহু আকবর ধ্বনি প্রতিধ্বনি পাটকেলঘাটার আকাশ বাতাশকে প্রকম্পিত করছিল। সেক্রেটারী জেনারেল মজলুম জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের পাটকেলঘাটায় আগামন উপলক্ষ্যে তালা উপজেলার সাথে যে আবেগ, আগ্রহ, উৎসাহ সৃষ্টি হয়েছে পাটকেলঘাটার ইতিহাসে এমন আগ্রহময় জনস্রোত দেখা যায়নি এমনটি বলেছেন জায়ায়াতের কর্মী সম্মেলনে আগতদের অনেকে। আধুনিক শিক্ষায় শিক্ষিত, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বিগত পতিত সরকারের সময়গুলোতে যেভাবে নির্যাতিত নিষ্পেষিত এবং জেল জুলুমের শিকার হয়েছেন তা নজিরবিহীন। দিনের পর দিন মাসের পর মাস ফ্যাসিস্ট এর কারাগারে অন্তরীণ থেকেছেন যে কারণে দেশবাসির কাছে তিনি মজলুম নেতা হিসেবে কেউ আমাদের জন্য হুমকি হোক এটা প্রাণপন চেষ্টা চালিয়েও পাটকেলঘাটা বলফিল্ড মাঠে জামায়াত শিবিরের কর্মী সমর্থকরাই সাধারণ মানুষের উপস্থিতি ছিল আজকের জনস্রোতের । শত সহস্র মহিলারা শহরের বিভিন্ন বাসা বাড়িতে অবস্থান নিয়ে কর্মী সম্মেলনে। কোন উত্তেজনাকর বা বেহিসেবী (নিবক্তৃতা নয়, অত্যন্ত ধীরস্থির ভাবে, হৃদয়ঙ্গম বক্তব্যের মাধ্যমে তিনি শান্তির বার্তা দিয়ে গেলেন তালর সর্বস্তরের মানুষকে। হানাহানী, নৈরাজ্য নয় এদেশ আমাদের সব ধর্মের, বর্ণের। আগামীর বাংলাদেশ হবে শান্তির। এ দেশে ইসলামের পতাকা উড়বে। সেক্রেটারী জেনারেলে প্রতিটি শব্দ চয়ন ছিল অনন্য অসাধারণ। সাতক্ষীরার মাটি ৪৮ জামায়াত শিবিরের কর্মীর রক্তে রঞ্জিত। এই সে জমিন শহীদদের জমিন। আজকের জনস্রোতের মহা উপস্থিতিতে শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। পাটকেলঢ়াটার প্রতিটি সড়কে ছিল লোকে লোকারণ্য। যে যেভাবে পেরেছে দাঁড়িয়ে বক্তব্য শুনেছে। যে কেবল জনস্রোতে ছিলো তা নয় বিপুল সংখ্যক বিশেষ ভাবে লক্ষ্যণীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের অংশ অগ্রগনে। জামায়াতের নিজস্ব জনবল স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে কোথাও সামান্যতম যানযট হতে দেয়নি। যতদূর চোখে দেখা যায় ততদূরেই ছিল মানুষ আর মানুষ। পাটকেলঘাটার মানুষ মনে রাখবে এমন জনস্রোত। প্রতিফল ঘটবে আগামী জাতীয় নির্বাচনে এমনটাই আশা করছেন সম্মেল আগতরা। এর আগে একই স্থানে অনুষ্ঠিত হয় জামায়াতের মহিলা কমীর্ সম্মেলন। সেখানেও ছিল হাজার হাজার মহিলাদের স্বরব উপস্থিতি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।