নিজস্ব প্রতিনিধি : গণতন্ত্র ও সহনশীলতার বিষয়বস্তুকে কেন্দ্র করে একটি সচেতনতা ক্যাস্পেইন আয়োজনের মাধ্যমে তরুণদের সংগঠিত ও সংবেদনশীল করা এবং এর মাধ্যমে প্রচারণা গড়ে তোলার লক্ষে ১১ ফেব্রুয়ারি -২০২৫,জেলা শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী যুব ফোরাম ও জেলা নাগরিক প্লাটফর্মের আয়োজনে এবং রুপান্তরের সহযোগিতায় যুব উৎসব অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে নটায় জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রিপন বিশ্বাস জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে যুব সমাবেশের শুভ উদ্বোধন করেন। এসময় জেলা নাগরিক প্লাটফর্ম’র আহবায়ক শেখ সিদ্দিকুর রহমান, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন্নাহার, রুপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন,নাগরিক প্লাটফর্ম’র যুগ্ম আহবায়ক ফারজানা রুবি মুক্তি, উপস্থিত ছিলেন। এরপর শিল্পকলা অডিটোরিয়ামে শেখ সিদ্দিকুর রহমান’র সভাপতিত্বে এবং জেলা তথ্য অফিসের মনিরুজ্জামান ও কবি তামান্না জাবরিনের সঞ্চালনায় আলোচনা করেন এডিএম রিপন বিশ্বাস, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, রুপান্তরের রফিকুল ইসলাম খোকন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন্নাহার।
দ্বিতীয় পর্বে সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক আনোয়ারুল কাদির এর সূচনা ও সঞ্চালনায় আলোচনা করেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু, অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আ. সবুর বিশ্বাস, আব্দুল্লাহ আল মাসুদ ও সুমাইয়া পারভীন রিজমা।
বিকেল তিনটায় পূরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শেখ সিদ্দিকুর রহমান’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমেদ। সাতটি উপজেলার স্টল নির্বাচনে যথাক্রমে আশাশুনি, কলারোয়া ও কালিগঞ্জ প্রথম,দ্বিতীয় ও তৃতীয় হয়। এ সময় বক্তব্য রাখেন রুপান্তরের কর্মকর্তা রত্না বিশ্বাস। এ সময় রুপান্তরের জেলা কো-অডিনেটর মাসুদ রানা, কর্মকর্তা সার্জিস আলম, বিপুল রায়সহ অনেকে উপস্থিত ছিলেন।উল্লেখ্য অনুষ্ঠানে সাত উপজেলার যুব ফোরামের সদস্যগণ, জেলা নাগরিক প্লাটফর্ম’র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, ফারুক মাহবুবুর রহমান, নাজমুল আলম মুন্না, শেখ মোসফিকুর রহমান মিল্টনসহ বিভিন্ন সাংবাদিক উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক পর্বে আবু আফফান রোজবাবু, চৈতালি মুখার্জি,কামরুল ইসলাম, অর্পা, রোজ,শিরিনা,আব্দুর রাজ্জাকসহ অনেকেই সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানটি সরব করে তোলেন। এছাড়া আবৃত্তি, নৃত্য এবং কৌতুক দিয়ে অনুষ্ঠানটি সরগরম করে তোলা হয়। সাত উপজেলা থেকে ২১০ জন যুব ফোরামের সদস্য, জেলা কমিটির ত্রিশ জন সদস্য, বিভিন্ন অতিথিসহ প্রায় তিন শতাধিক মানুষের উপস্থিতিতে যুব ফোরাম ও নাগরিক প্লাটফরম যুব মেলা আনন্দঘন হয়ে ওঠে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।