সাতক্ষীরা ভোর ৫:৩৩ সোমবার , ২৭ জানুয়ারি ২০২৫
  • ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ২৪শে জিলহজ, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলাম
    7. কলারোয়া
    8. কালিগঞ্জ
    9. কৃষি
    10. খুলনা
    11. খেলার খবর
    12. জাতীয়
    13. জেলার খবর
    14. জ্বালানি
    15. তালা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    সাতক্ষীরায় গ্রাম আদালত কার্যক্রমের অর্ধ-বার্ষিক সমন্বয়সভা অনুষ্ঠিত

    mir khairul alam
    জানুয়ারি ২৭, ২০২৫ ২:০৬ পূর্বাহ্ণ
    Link Copied!

     

    নিজস্ব প্রতিনিধি :

    সাতক্ষীরায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (২৬ জানুয়ারি) সকালে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস ।

    অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,  গ্রাম আদালত কার্যকরী করতে হবে।  গ্রাম আদালতের ক্ষমতায়ন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সঠিক ধারনা দিতে  কর্যক্রম সম্পর্কে  ব্যাপকভাবে প্রচার-প্রচারণা চালাতে হবে। একইসাথে  সাধারণ মানুষ যেন গ্রাম আদালতে সঠিক বিচার পাই সেদিকে লক্ষ্য রাখতে হবে।  গ্রাম আদালতের মাধ্যমে অতিদ্রুত ও সুষ্ঠ  বিচার কার্যক্রম সম্পন্ন করতে  ইউনিয়ন পরিষদকে

    গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। গ্রাম আদালতে সঠিক বিচার না পেয়ে সাধারণ মানুষ উচ্চ আদালতের দারস্ত হচ্ছে। এতে করে দিনে দিনে  মামলা জট বৃদ্ধি পাচ্ছে। ফলে, উচ্চ আদালতে বিচার কার্যক্রম ব্যাহত হচ্ছে। তিনি বলেন, এ থেকে পরিত্রাণের একমাত্র উপায় গ্রাম আদালত আইন, বিধি অনুযায়ী পরিচালনা করে মামলা নিস্পত্তি করা।  আর এ বিষয়ে ব্যাপকভাবে প্রচার প্রচারণা কার্যক্রম চালাতে হবে।

    সমন্বয় সভায় গ্রাম আদালত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ (৩ পর্যায়) প্রকল্পের খুলনা ও সাতক্ষীরা জেলার ডিস্ট্রিক ম্যানেজার মো: হাফিজুর রহমান।

    এসময় তিনি বলেন, গ্রাম আদালতেরএখতিয়ারভুক্ত মামলা গ্রাম আদালতের মাধ্যমে নিস্পত্তি করতে হবে। গ্রাম আদালতের মাধ্যমে সাধারণ মানুষের অল্প খরচে  অতিদ্রুত বিচার নিশ্চিত করা এবং উচ্চ আদালতের মামলা জট কমিয়ে আনা সম্ভব।  এ জন্য ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা গ্রহনে সচেতন হওয়া ও দ্রুত মামলা নিস্পত্তি করতে হবে।   তিনি  উপস্থিত ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাদের বলেন, আসুন আমরা সবাই মিলে গ্রাম আদালতকে কার্যকরী করে তুলি।

    অর্ধ-বার্ষিক সমন্বয় সভায় উপস্থিত ছিলেন এসিএলজি পলাশ আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাতক্ষীরা জেলার সকল ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ (৩ পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারীরা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।