সাতক্ষীরা সন্ধ্যা ৬:৩৯ রবিবার , ২০ এপ্রিল ২০২৫
  • ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে জিলহজ, ১৪৪৬ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলাম
    7. কলারোয়া
    8. কালিগঞ্জ
    9. কৃষি
    10. খুলনা
    11. খেলার খবর
    12. জাতীয়
    13. জেলার খবর
    14. জ্বালানি
    15. তালা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    সাতক্ষীরার স্বপ্ন সিঁড়ি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    mir khairul alam
    এপ্রিল ২০, ২০২৫ ৮:৪৩ অপরাহ্ণ
    Link Copied!

    সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিড়ি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় সাতক্ষীরা শহরের জনপ্রিয় মিলনস্থল ‘কফিভিলা’-তে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে এই বিশেষ দিনটি উদযাপন করা হয়।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্নসিড়ির সভাপতি নাজমুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আজিজুর রহমান পলাশ। তিনি রোভার স্কাউট আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বলেন, “রোভার স্কাউটিং শুধু একটি আন্দোলন নয়, এটি মানুষের জীবনে নেতৃত্ব, সমাজসেবা ও মূল্যবোধের শিক্ষার একটি পথ।”
    বিশেষ অতিথি ছিলেন জেলা রোভার স্কাউটসের প্রাক্তন সম্পাদক এ এস এম আব্দুর রশিদ, কোষাধ্যক্ষ কাজী আব্দুস সবুর, স্বপ্নসিড়ি মুক্ত রোভার স্কাউট গ্রুপের সভাপতি প্রভাষক আশরাফ হোসেন, উপদেষ্টা জামাল উদ্দিন আ ন ম মুরাদুজ্জামান ও সংগঠনের অন্যান্য সিনিয়র সদস্যবৃন্দ।
    আরও উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি মুহা. আলতাফ হোসেন, সহ-সভাপতি বিশ্বজিৎ ঘোষ, এস এম বিপ্লব হোসেন, সালাউদ্দিন রানা, আবু সাইদ, জাহারুল হুদা, মাসুদুর আলম, ওহেদুজ্জামান সোহাগ, আল শাহরিয়ার অনিক, বেগম নিশাত আনম, করিমন নেছা শান্তা, বোটানিক্যাল সোসাইটির সভাপতি তারেক ইসলাম, আল ইমরান সুমন প্রমুখ।
    আলোচনা সভা ও বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তারা বলেন, “স্বপ্নসিড়ি শুধু প্রাক্তন রোভারদের একটি সংগঠন নয়, এটি একটি পরিবার। এই সংগঠন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করছে।”
    পাঁচ বছরে পথচলার অভিজ্ঞতা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরে আয়োজকরা জানান, সমাজসেবা, স্কাউটিং কার্যক্রম এবং প্রাকৃতিক দুর্যোগে সাড়া দেওয়ার মতো কার্যক্রম আরও সংগঠিতভাবে চালিয়ে যাবে স্বপ্নসিড়ি।
    অনুষ্ঠানের এক পর্যায়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় এবং আগত অতিথিদের নিয়ে এক হৃদ্যতাপূর্ণ আড্ডার মধ্য দিয়ে সম্পন্ন হয় শুভ সন্ধ্যা।
    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।