তালা প্রতিনিধি:সাতক্ষীরা জেলা সাংবাদিক পরিষদ’র তালা উপজেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়ছে। গঠিত কমিটির আহবায়ক হিসেবে মো. মিজানুর রহমান (দৈনিক কল্যাণ) এবং সদস্য সচিব হিসেবে বাবলুর রহমান (মানবাধিকার খবর) মনোনিত হয়েছেন। এছাড়া তালা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক বি.এম. জুলফিকার রায়হানকে উপদেষ্টা মনোনিত করা হয়।
সাতক্ষীরা জেলা সাংবাদিক পরিষদ’র তালা উপজেলা কমিটি গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা শনিবার (১৪ জুন)বিকালে তালা রিপোর্টার্স ক্লাব কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, সাংবাদিক মো. মিজানুর রহমান। সাংবাদিক বাবলুর রহমান’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা সাংবাদিক পরিষদের সাধারন সম্পাদক মো. মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা সাংবাদিক পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হামিদ, দপ্তর সম্পাদক প্রশান্ত কুমার পাল ও তালা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক জুলফিকার রায়হান। এসময় অন্যান্যের মধ্যে সাংবাদিক এম.এ মান্নান, মোড়ল শাহিনুর রহমান, ফারুক সাগর, রেশমা খাতুন, মো. রিপন হুসাইন, শেখ সিদ্দিক, আরিফ বিল্লাহ, বাবলুর রহমান ও মো. বিল্লাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
সভা শেষে সর্বসম্মতিক্রমে মো. মিজানুর রহমানকে আহবায়ক, মোড়ল শাহিনুর রহমানকে যুগ্ম আহবায়ক ও বাবলুর রহমানকে সদস্য সচিব করে সংগঠনের ১১ সদস্য বিশিষ্ট তালা উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়।