সাতক্ষীরা রাত ১১:৫৩ বৃহস্পতিবার , ৩ জুলাই ২০২৫
  • ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ১৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি
    1. অর্থনীতি
    2. আইসিটি
    3. আন্তর্জাতিক
    4. আশাশুনি
    5. উপকূল
    6. কলাম
    7. কলারোয়া
    8. কালিগঞ্জ
    9. কৃষি
    10. খুলনা
    11. খেলার খবর
    12. জাতীয়
    13. জেলার খবর
    14. জ্বালানি
    15. তালা
    https://shoyaibenterprise.com/
    আজকের সর্বশেষ সবখবর

    সুন্দরবন রক্ষায় নারীর অংশগ্রহণে বিকল্প জীবিকার উদ্যোগ

    mir khairul alam
    জুলাই ৩, ২০২৫ ৩:০০ অপরাহ্ণ
    Link Copied!

    নিজস্ব প্রতিনিধি:  সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি এবং বিকল্প কর্মসংস্থানের গুরুত্ব বিবেচনায় রেখে উন্নয়ন সংস্থা লিডার্স আজ শ্যামনগর উপজেলা হলরুমে একটি অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। এ অনুষ্ঠানে সুন্দরবনের ওপর নির্ভরশীল ১০ জন নারীকে পরিবেশবান্ধব ও টেকসই বিভিন্ন ট্রেডে বিকল্প জীবিকায় সহায়তা প্রদান করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন। তিনি বলেন, “এই ধরণের উদ্যোগ শুধু নারীর ক্ষমতায়ন নয়, বরং পরিবেশ রক্ষায়ও একটি ইতিবাচক ভূমিকা রাখে। স্থানীয় নারীদের সম্পৃক্ততা সুন্দরবন রক্ষায় একটি গুরুত্বপূর্ণ কৌশল।‘’

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডার্স-এর ব্লু কার্বন প্রকল্পের টিম লিডার রেখা খাতুন। তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, টেকসই উন্নয়নের জন্য সুন্দরবনের ওপর নির্ভরশীল জনগোষ্ঠীকে বিকল্প জীবিকা এবং সচেতনতা তৈরি করতে হবে। এই নারীরা এখন শুধু উপার্জনের পথেই হাঁটছেন না, তারা পরিবেশ সংরক্ষণের অংশীদারও হয়ে উঠছেন।

    কর্মসূচির আওতায় নির্বাচিত নারীদের মাছ চাষ, কাঁকড়া চাষ, জৈব সার তৈরি, সবজি চাষ ও ক্ষুদ্র ব্যবসার মতো পরিবেশবান্ধব ট্রেডে প্রশিক্ষণ ও উপকরণ সহায়তা প্রদান করা হয়েছে। এর ফলে নারীরা যেমন স্বনির্ভরতার পথে এগিয়ে যাচ্ছেন, তেমনি সুন্দরবনের ওপর নির্ভরশীলতাও কমছে।

    আয়োজক সংস্থা লিডার্স জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে চালু করা হবে যাতে সুন্দরবন সংলগ্ন অঞ্চলের জনগণের জীবনে ইতিবাচক ও টেকসই পরিবর্তন আনা সম্ভব হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।