ডেস্ক রিপোর্ট: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে উপজেলা পরিষদের ৫ম ধাপের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়েছে। শনিবার অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা সূত্র এই তথ্য জানিয়েছে।
এতে সাতক্ষীরা জেলার সদর উপজেলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবু, শ্যামনগরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল হক দোলন, কলারোয়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, আশাশুনিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম, তালায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, দেবহাটায় জেলা আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল গণি ও কালিগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তা আতাউর রহমান আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বলে জানা গেছে।
উল্লিখিতদের সাথে যোগাযোগ করা হলে প্রত্যেকেই নিজ নিজ মনোনয়নের বিষয়টি নিশ্চিত করে বলেন, দলীয়ভাবে মনোনয়নপ্রাপ্তির বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। রোববার আমরা চিঠি হাতে পাব।
এদিকে, মনোনয়নপ্রাপ্তদের তালিকা ঘোষণার পর ইতোমধ্যে প্রায় প্রত্যেক উপজেলাতেই একাধিক সম্ভাব্য প্রার্থী বিদ্রোহ ঘোষণা করেছেন। তারাও অংশ নিতে চান নির্বাচনে।