খুলনা প্রতিনিধি: করোনা উপসর্গ নিয়ে মঙ্গলবার (৫ মে) ভোরে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা সাসপেক্ট ওয়ার্ডে একজনের মৃত্যু হয়েছে। খুমেক হাসপাতালের করোনা সাসপেক্ট ওয়ার্ডের মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ৫০ বছর বয়সী ওই ব্যক্তিকে ৪ মে দিনগত রাত সাড়ে ১২টার দিকে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোরে তিনি মারা যান। তার বাড়ি মাগুরা জেলা সদরে। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা জানার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
উল্লেখ্য, খুলনায় গত ১৯ মার্চ প্রথম করোনা উপসর্গ নিয়ে একজন মারা যান। তারপর থেকে এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে ২০ জনের মৃত্যু হলো। এর মধ্যে একজন নমুনা পরীক্ষার পর করোনা পজিটিভ শনাক্ত হন। খুলনা জেলায় করোনা শনাক্ত হয়েছেন ১৬ জন। এর মধ্যে ৩ জন চিকিৎসক, ১ জন নার্স ও ৩ জন স্বাস্থ্যকর্মী।