ঈশ্বরীপুর (শ্যামনগর) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে বৃষ্টির পানি সরবরাহ করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত আজিজ গাজী (৬০) চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করেছে।
স্থানীয়রা জানায়, গত ২৯ এপ্রিল শ্যামনগর উপজেলার বংশীপুরে গ্রামে বাড়ির পানি সরবরাহ করাকে কেন্দ্র করে ইসলাম গাজীর প্রতিবেশী আলামিন ওরফে বাপ্পী গাইনের সাথে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বাপ্পী গাইন দেশীয় অস্ত্র নিয়ে ইসলাম গাজীর উপর অতর্কিত হামলা চালায়। এ এসময় ইসলাম গাজীর মামা মোঃ আজিজ গাজী তাকে উদ্ধার করতে এগিয়ে আসলে বাপ্পী গাইন আজিজ গাজীর মাথায় ধারালো দাঁ দিয়ে কোপ কয়েকটি দেয়। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় তার।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চীত করে জানান, এ ঘটনায় মঙ্গলবার রাতে শ্যামনগর থানায় নিহতের স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে ৭ জনের নামে মামলা দায়ের করেছেন। আসামিদের আটকের চেষ্টা চলছে।