নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে ইঞ্জিন ভ্যানের ধাক্কায় মুরশিদ আলী কারিগর (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মৌতলা ইউনিয়নের নামাজগড় গ্রামের বরকত আলী কারিগরের ছেলে। প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, শুক্রবার (০৮ মে) সকাল ৮ টার দিকে বৃদ্ধ মুরশিদ আলী যমুনার খালে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে কাটাখালি ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে শ্যামনগরের দিক থেকে ছেড়ে আসা একটি ইঞ্জিন ভ্যান ওই বৃদ্ধকে ধাক্কা দিয়ে দ্রæত গতিতে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় বৃদ্ধ মুরশিদ আলীকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার প্রস্তুতিকালে হাসপাতাল চত্বরেই ওই বৃদ্ধের মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান জানান, ‘ইঞ্জিন ভ্যানের ধাক্কায় ওই বৃদ্ধের বুকের ডান পাশের হাড় ভেঙে ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে। ফুসফুসের মধ্যে বাতাস ও পানি জমে বৃদ্ধ মুরশিদ আলী শ্বাসকষ্টে মৃত্যুবরণ করেন। এ ব্যাপারে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত মুরশিদ আলীর পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় মৃতদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।