দেবহাটা প্রতিনিধি : দেবহাটার সখিপুরে বিনামূল্যে তরকারি বিতরণ করা হয়েছে। রবিবার (১০ মে) সকাল ১০ টায় সখিপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থায়নে এ তরকারি বিতরণ করা হয়। অনুষ্ঠানে সখিপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। অন্যান্যের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান সকল ইউপি সদস্য উপস্থিত ছিলেন। এ সময় ১শ’ ৬৩ পরিবারের এই তরকারি বিতরণ করা হয়। জনপ্রতি চাল ১০ কেজি, আলু ২ কেজি, খিরায় ২ কেজি, করোলা ৫শ’ গ্রাম, কুমড়া ৩ কেজি, ৫০০ গ্রামের ১ টি সাবান প্রদান করা হয়।