রাকিবুল ইসলাম : নোভেল করোনা ভাইরাস কোভিড-১৯ তান্ডবে সারাবিশ্ব আজ স্তব্ধ। বাংলাদেশেও হানা দিয়েছে মহামারী করোনা। করোনা থাবায় দিশাহারা দেশের দুঃস্থ অসহায় ও খেটে খাওয়া মানুষ। দেশে অঘোষিত লকডাউনে গৃহ বন্দি হয়েছে মানবতার জীবন যাপন করছেন বহু পরিবার। সাতক্ষীরা জেলা প্রতিবন্ধিদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঈদ উপহার জেলা আওয়ামী লীগের উদোগে খাদ্য বিতরণ করা হয়।
রবিবার (১৭ মে) বিকাল ৪টায় সদর উপজেলা সংলগ্ন এলাকায় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ’র সভাপতিত্বে প্রতিবন্ধিদের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, জেলা মহিলা আওয়ামী লীগের অন্যতম সদস্য বিশিষ্ট সমাজসেবী শিমুন শামস্, সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রশিদ, সাবেক ছাত্রনেতা বাংলাদেশ ছাত্র লীগ কেন্দ্রীয় নির্বাহী সদস্য জি এম ওয়াহিদ পারভেজ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম রেজা, সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর হোসেন, ছাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল গালীব, সাবেক ছাত্রলীগ নেতা তানভির কবির রবিন, যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, তালা উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মশিউর আলম সুমন সহ প্রমুখ। করোনা ভাইরাস’র প্রভাবে অসহায় কর্মহীন ৫শ’ প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।