ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির ত্রান বহরে হামলার হামলার অভিযোগ করেছে জেলা বিএনপি নেতৃবৃন্দ।
রোবববার সকালে উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের চুনা ব্রিজের কাছে এ হামলা চালানো হয়।
এতে বিএনপির কমপক্ষে ১০ জন নেতা কর্মীরা আহত হয়েছেন বলে জানিয়েছে বিএনপি নেতারা। এ সময় ভাংচুর করা হয়েছে একটি প্রাইভেটকারসহ কয়েকটি মোটরসাইকেল।
এদিকে, এ ঘটনায় জেলা বিএনপির আহবায়ক এড.সৈয়দ ইফতেখার আলী দুপুরে তার সাতক্ষীরা শহরের কামলনগরের বাড়ির সামনে এক প্রেস ব্রিফিংয়ে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসাথে তিনি দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও গ্রেফতারের দাবি জানান।