নিজস্ব প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মো. মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশনা অনুযায়ী চার দিন ব্যাপি অসহায় দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ, বৃক্ষরোপন,পথ শিশুদের মাঝে খাদ্য-বস্ত্র বিতরন, দোয়া অনুষ্ঠান, কেক কাটা বিভিন্ন কর্মসূচি পালন উপলক্ষে সাবেক ছাত্র নেতা বাংলাদেশ ছাত্র লীগ কেন্দ্রীয় নির্বাহী সদস্য জি এম ওয়াহিদ পারভেজের নেতৃত্বে জেলা যুবলীগের পক্ষ হতে পালন করা হচ্ছে। তার ই ধারাবাহিকতায় আজ ২৭/০৯/২০২০ রোজ রবিবার বিকাল ৪ টায় সাতক্ষীরা -আশাশুনি সড়কে বৃক্ষ রোপন করে জেলা যুবলীগের নেতৃত্ব বৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম নান্টু, জেলা যুবনেতা শেখ আব্দুল হালিম, যুবনেতা আব্দুল্যাহ আল মামুন, যুবেনতা এম জাহাঙ্গীর আলম, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রাজিব আহমেদ, সাবেক ছাত্র নেতা তানভীর কবির রবিন, যুবনেতা মিঠুন ব্যানার্জী সহ প্রমুখ।